পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
যোগীর সভায় গাড়ি ভাড়া দেওয়ায় মালিক ও চালকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলল উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, তৃণমূলের শ্রমিক সংগঠন সদস্যরা ওই গাড়িগুলিকে ভাড়া নিতে বাধা দিয়েছে। তাদের আরও অভিযোগ, সভার জন্য গাড়ি না দেওয়ার নিদান আগেই দিয়েছিল তৃণমূল। সেই হুমকি উপেক্ষা করেও বেশ কয়েকজন বাস, ট্রেকার চালক সভার জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। কেন বিজেপির সভায় বাস দেওয়া হয়েছিল, এই প্রশ্ন তুলে চালকদের হুমকিও দেওয়া হয়।
রায়গঞ্জের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন বিজেপির উত্তর দিনাজপুরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ি। এর বিরুদ্ধে আগামীতে আন্দোলনেও নামা হবে বলে জানান তিনি।রবিবার রায়গঞ্জের কাশিবাটিতে সভা করার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু, শেষমেশ প্রশাসনিক অনুমতি না পাওয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দেন তিনি।
আরও পড়ুনঃ যোগীর সভা বানচালের চক্রান্ত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এই সভায় যোগ দেওয়ার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা রায়গঞ্জে এসেছিল। তাঁদের কেউ এসেছিলেন বাসে,আবার কেউ ট্রেকারে। এই গাড়িগুলিকেই চিহ্নিত করে বাসস্ট্যান্ড ও ট্রেকারস্ট্যান্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে গতকাল অভিযোগ করে বিজেপি।
বিশ্বজিৎবাবু বলেন, “ইটাহার, হেমতাবাদ, করণদিঘিসহ একাধিক রুটের বাস চালকদের হুমকি দিচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন। বিজেপির সভায় গাড়ি দেওয়ার কারণে তাদের বাসস্ট্যান্ডে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে। বাসের লাইন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সভার আগে যখন বাস চালকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তখন থেকেই তৃণমূলের তরফে হুমকি দেওয়া হচ্ছিল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584