করোনা আবহে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে আলোচনা করতে নারাজ বিজেপি

0
41

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা মহামারী থেকে দেশবাসীকে রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ত্রাণ তহবিল থেকে মানুষ কতটা উপকৃত হয়েছেন? করোনা মোকাবিলায় সরকার কতটা কার্যকরী ভূমিকা নিয়েছে? তা নিয়ে পর্যালোচনা করার বিষয়ে সকলের সম্মতি পেল না গুরুত্বপূর্ণ সংসদীয় প্যানেল পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি।

office | newsfront.co
সংবাদ চিত্র

অথচ অতীতে এই কমিটিই টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির মতো বিষয় তুলে ধরার জন্য আগে পিছে একবারও ভাবেনি। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ওই সংসদীয় কমিটি যাতে পর্যালোচনা না করে তার জন্যে নাকি উঠেপড়ে লেগেছে বিজেপি। পিএসি কমিটির সভাপতি তথা লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী করোনা পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ পর্যালোচনা করার আহ্বান জানান।

সূত্রের খবর, ক্ষমতাসীন বিজেপির নেতারা চাইছেন না যে, কোভিড-১৯ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে কোনওরকম কোনও পর্যালোচনা হোক। আর সেই কারণে এই পর্যালোচনা যেকোনো উপায়ে আটকাতে চেষ্টা করছেন তাঁরা। এবিষয়ে বিজেপিকে সবচেয়ে বেশি সমর্থন করেছেন বিজু জনতা দলের নেতা ভরতুহরি মাহতানি। যদিও অধীর চৌধুরীর প্রস্তাবকে সমর্থন করেছেন ডিএমকে নেতা টি আর বালু সহ বেশ কিছু বিরোধী নেতা।

আরও পড়ুনঃ ২০২১-এর আগে আসছে না করোনা ভ্যাকসিন, জানাল বিজ্ঞানমন্ত্রক

কোভিড -১৯ মহামারী নিয়ে তদন্ত করতে ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেননা বিজেপি চায় না প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের উপর কোনওরকম নজরদারি হোক। এমনটাও দাবি করেছেন বেশ কিছু বিরোধী নেতা। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার বলছে, করোনা পরিস্থিতির মতো জরুরি অবস্থায় ব্যক্তিগত ও বেসরকারি খাতের অনুদানের উপর নির্ভরশীল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল নিয়ে কোনও পর্যালোচনা হোক তা চায় না তাঁরা। তাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে কোনো আলোচনা না করাই শ্রেয়।

আরও পড়ুনঃ এবার থেকে ডিজিটাল মাধ্যমেও সমন পাঠাতে পারে আদালত

এদিকে, দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ দিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৪ জন। সব মিলিয়ে ভারতে এই মারণ রোগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬ জনে।

একদিনের মধ্যে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১৯ জনের। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২২ হাজার ১২৩ জনে। এরই মধ্যে আইসিএমআর সূত্রে খবর এসেছে যে, করোনা ভাইরাসের ভ্যাকসিন ২০২১ সালের আগে বাজারে আসবে না। ফলে করোনা সঙ্কট নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতা সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here