দুবাইয়ে কর্মরত প্রবাসী ভারতীয় সাংবাদিককে হুমকির অভিযোগ বিজেপির আইটি সেলের বিরুদ্ধে

0
206

পিয়ালী বসু রায়, ওয়েবডেস্কঃ

দেশের সমস্ত জরুরি ও গোপন তথ্য ইসলাম ধর্মাবলম্বী দেশের সামনে তুলে ধরা, নিজের জন্মভূমি ভারতকে অবমাননা করার অভিযোগে দুবাইয়ে বসবাসকারী প্রবাসী ফিচার সাংবাদিকের বিরুদ্ধে বিজেপি পুষ্ট আইটি সেলের মাধ্যমে ক্রমাগত তীব্র আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

Mazahar Faruki | newsfront.co
মাজাহার ফারুকী, অভিযোগকারী হুমকি আক্রান্ত সাংবাদিক। চিত্র সৌজন্যঃ ন্যাশনাল হেরাল্ড

মাজার ফারুক নামের সেই ফিচার সাংবাদিক অভিযোগ করেন, উপসাগরীয় দেশ দুবাইতে সংবাদ সংগ্রহের কাজে গেলেও করোনা পরিস্থিতির জন্য ভারতে প্রায় দীর্ঘ সময় ধরে লকডাউন চলার জন্য তিনি দেশে ফেরত আসতে পারেন না।

Screenshot | newsfront.co
স্ক্রিনশট ন্যাশনাল হেরাল্ড থেকে

ইতিমধ্যেই বিজেপি সৃষ্টি আইটি সেলের দ্বারা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মসেঞ্জার এমনকি মেইলের ম্যাধমে তার কাছে একের পর এক আপত্তিকর কথাবার্তা ও হুমকি বর্ষিত হতে শুরু করে। তার বিরুদ্ধে অভিযোগ? তিনি, ভারতীয় সমস্ত প্রকার লিখিত নথি ও তথ্য ইসলামি সম্প্রদায়ভুক্ত ও উপসাগরীয় দেশের হাতে তুলে দিচ্ছেন। যে কারণে তার বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি দেশে ফিরলে তার চাকরি থেকে এমনকি দেশ থেকেও বহিষ্কৃত করা হবে।

Screenshot | newsfront.co
স্ক্রিনশট ন্যাশনাল হেরাল্ড থেকে

এরপরই ভারতের জনপ্রিয় সংবাদ সংস্থায় কর্মরত এই সাংবাদিক তার নিজস্ব সোশ্যাল আকাউণ্টের সমস্ত তথ্য খতিয়ে তার করা ভূল খুঁজে বের করবার চেষ্টা করেন। কিন্তু, একান্তই তা না পাওয়ার পর তিনি তা সোশ্যাল সমস্ত আকাউণ্ট গুলি ভয়ে ও আতঙ্কে ডিলিট করতে শুরু করেন এমনকি বহু মেইলও তিনি ডিলিট করতে থাকেন।

Screenshot | newsfront.co
স্ক্রিনশট ন্যাশনাল হেরাল্ড থেকে

তার পরই তিনি দুবাই পুলিশের কাছে তার সাথে হওয়া পুরো বিষয়টি খুলে জানান। তিনি বলেন তাকে প্রায় ৫ হাজারের বেশি ম্যাসেজ করা হয় বিভিন্ন অ্যাকাউণ্ট থেকে। যার মধ্য থাকে নানান সময়ে নানা রকম হুমকি।

Screenshot | newsfront.co
স্ক্রিনশট ন্যাশনাল হেরাল্ড থেকে

তাকে বলা হয় দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে, তার পাসপোর্ট ও ক্যানসেল হতে পারে এমন অপরাধের শাস্তি স্বরুপ, তাকে লকডাউনের পর আর দেশে নাও ফিরতে দেওয়া হতে পারে, বলা হয়, তার পরিবারকে খুঁজে বের করে তাদের প্রত্যেকের পাসপোর্ট ক্যানসেল করা হবে, এমনকি সেই ‘ফিচার সাংবাদিক ও তার মেয়ের ফটো সোশ্যাল মিডিয়ার সামনে ভাইরাল করা হয়’, তাকে এমন ও বলা হয়,’এদেশে আসার পর তার দীর্ঘ কারাবাস তো নিশ্চিত ও তারপরেও তাদের জীবন অনিশ্চিত হয়ে থাকবে ‘।

রাষ্ট্রপতিকে সমস্থ বিষয় জানানোর পরও অবস্থার কোন পরিবর্তন হয়নি। চলতেই থাকে হুমকি ও ভীতি প্রদর্শন। ভারতের বহুল প্রচারিত ইংরেজি দৈনিকের এই সাংবাদিক তাঁর কাজের জন্য বহুবার পুরস্কৃত হয়েছেন। চাকরি দেওয়ার নামে ভুয়ো চক্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কাজের পর্দা ফাঁস করেছেন। আইটি সেলের এই হুমকিতে বর্তমানে তিনি তটস্থ।

(ন্যাশনাল হেরাল্ড প্রকাশিত সংবাদ তথ্যের ভিত্তিতে)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here