নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দীর্ঘ ৬৭ বছর পর কোনও মহিলাকে মৃত্যুদণ্ড দিল আমেরিকা। আগামী ৮ ডিসেম্বর বিষ ইঞ্জেকশন দিয়ে এই সাজা কার্যকর করা হবে বলে জানিয়ে দিল মার্কিন মুলুকের মিসৌরি জেলা আদালত। এর আগে ১৯৫৩ সালে বনি হেডি নামক এক মহিলার মৃত্যুদণ্ড হয়েছিল। এবার পেট কেটে গর্ভস্থ সন্তানকে চুরির অপরাধে লিসা মন্টগোমরি’কে মৃত্যুদণ্ড দিল আমেরিকা।
২০০৪ সালে এক অন্তঃস্বত্ত্বা মহিলাকে শ্বাসরোধ করে খুন করে তাঁর পেট কেটে গর্ভস্থ সন্তানকে চুরি করে নিজের সন্তান বলে দাবি করেছিল কানসাসের বাসিন্দা লিসা।
এরপর ২০০৭ সালেই আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। সেই নির্দেশ রোধ করার অনেক চেষ্টাই করে লিসা। ক্ষমা ভিক্ষা করে জামিনের আর্জিও জানায়। কিন্তু তা নাকচ হয়ে যায়। শেষ পর্যন্ত আদালতের মৃত্যুদণ্ডের এই আদেশ বহালই থাকল।
আরও পড়ুনঃ ফেরেনি বাজারের চাহিদা, অর্থনীতি এখনও অন্ধকারেই
আদালত তার রায় ঘোষণা করে জানিয়েছিল যে, ২০০৪ সালে নিজের শহর কানসাস থেকে গাড়ি চালিয়ে লিসা যান মিসৌরির বাসিন্দা স্টিনেটের বাড়িতে। স্টিনেট তখন আট মাসের গর্ভবতী।
আরও পড়ুনঃ আমেরিকার কাছে শীত পোশাক কিনে চিনকে বার্তা ভারতের
সেদিন সেখানে স্টিনেটকে মারধর করেন লিসা। তাঁর গলা টিপে শ্বাসরোধ করার পর রান্না ঘর থেকে ছুরি এনে স্টিনেটের পেট কেটে গর্ভস্থ সন্তান বের করে নেয় লিসা এবং সেই শিশুকে নিজের বলে দাবি করতে থাকে।
এরপর বিষয়টি জানাজানি হতেই থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লিসাকে গ্রেফতার করে। তাকে আদালতেও তোলা হয়। অবশেষে ২০০৭ সালে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584