নাবালিকা ভাইঝিকে ধর্ষণের অভিযোগে ধৃত বিজেপি নেতা

0
103

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

নাবালিকা ভাইঝিকে ধর্ষণের অভিযোগে দাঁতনে গ্রেফতার বিজেপি নেতা। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার তুরকা অঞ্চলের দাহাড়দা গ্রামে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।মঙ্গলবার রাতে গ্রামের মেলা দেখে দাহাড়দা গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্রী নাবালিকাটি যখন বাড়ি ফিরে যাচ্ছিল, সেই সময় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় জঙ্গলে ধর্ষণ করে বলে অভিযোগ।

ধৃত। ছবিঃ প্রতিবেদক

জানা গেছে তারই সম্পর্কে কাকা এলাকার বিজেপি নেতা সৌগতম সুর বলে অভিযোগ। এরপর ওই নাবালিকা কোনো ক্রমে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। সে তার বাবা ও মা-কে বিষয়টি জানায়। তাকে প্রথমে স্থানীয় খণ্ড রুই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে তার বাড়ির লোকেরা। এরপর দাঁতন হাসপাতালে তাকে নিয়ে গিয়ে তার বাড়ির লোকেরা ভর্তি করে। বুধবার ওই নাবালিকার বাড়ির লোকেরা দাঁতন থানায় গিয়ে বিজেপি নেতা সৌগতম সুরের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত বিজেপি নেতা সৌগতম সুরকে গ্রেফতার করে। পুলিশ নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করায়। সম্পর্কে নাবালিকা ভাইঝি-কে ধর্ষণ করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে ওঠায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নাবালিকা মেয়েটির দ্রুত আরোগ্য কামনা করি। সেই সঙ্গে অভিযুক্তকে তিনি দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার দাবি জানান। ওই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বিজেপি নেতাকে ফাঁসি দেওয়ার দাবি জানায়। তবে ওই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুমিত কুমার দাস কে জিজ্ঞাসা করলে তিনি কোনো কিছুই বলতে চাননি।দাঁতন থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here