বচসায় জড়ালেন বিজেপি নেত্রী

0
52

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রেশনের দুর্নীতি নিয়ে পরিদর্শনে বেরিয়ে গ্রাহকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী।মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে রেশন নিয়ে দুর্নীতি চলছে নিত্যদিন। নিম্নমানের সামগ্রী দেওয়া, পরিমানে কম জিনিস, এই সবকিছুর থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে সামিল হচ্ছেন সাধারণ মানুষ।

Anamika Ghosh | newsfront.co
অনামিকা ঘোষ। নিজস্ব চিত্র

শনিবার মুর্শিদাবাদের সালারে রেশন সামগ্রী নিয়ে দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে ডিলারের বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যে খাদ্য দপ্তরের পক্ষ থেকে লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ডিলার এবং ওনার স্ত্রীকে।

আরও পড়ুনঃ নিরাপত্তা দিক প্রশাসন, তবেই চলবে বাস

রবিবার সকালে বিজেপি রাজ্য মহিলা মোর্চা নেত্রী অনামিকা ঘোষ পরিদর্শনে যান। ডিলারদের কাছে জানতে চান, কেন্দ্র সরকারের নির্দেশ মোতাবেক রেশন সামগ্রী ঠিকমত দেওয়া হচ্ছে কিনা। ঘুরতে ঘুরতে খাগড়া অঞ্চলের ডব্লু বি ০৩৩৩১১৭০২৮ নম্বর রেশন ডিলারের দোকানে দেখতে পান সেখানে রীতিমতো নিম্নমানের চাল দেওয়া হচ্ছে। আটা দেওয়া হচ্ছে না, ডাল এসে পৌঁছায়নি।

এমনকি মাথাপিছু চালের পরিমাণ কম দেওয়া হচ্ছে। তাঁকে দেখে গ্রাহকেরা অভিযোগ করতে শুরু করেন। পরিদর্শনের সময়ে এক গ্রাহকের সঙ্গে বচসা শুরু হয় নেত্রীর। গ্রাহকের বক্তব্য, ‘পরিদর্শনের জন্য ডিলারের সঙ্গে কথাবার্তা বলার কারণের জন্য অযথা সময়ের অপচয় হয়। সময়ের দাম আছে সকলের।’ এই বলে রীতিমত উচ্চস্বরে বচসা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রী জানান, ‘এই সমস্ত শাসকদলের দালালদের জন্য বহু মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। কাটমানির একটা খেলা চলছে চতুর্দিকে। সাধারণ মানুষের ভালোর স্বার্থেই এই পরিদর্শন। তাতে বাধা দেওয়ার অধিকার কোন শাসকদলের দালালের নেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here