নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গুলি বন্দুকসহ পুলিশের হাতে ধরা পড়লো এক বিজেপি কর্মী, ঘটনায় চাঞ্চল্য। যদিও বিজেপির অভিযোগ মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ওই বিজেপি কর্মীকে। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার।
পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম দীনবন্ধু দাস (কালু) ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি গুলিসহ একটি পিস্তল। পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই ফেরার ছিল দীনবন্ধু, বেশ কিছু ঘটনায় অভিযুক্ত সে।
আরও পড়ুনঃ হরিরামপুরে সিএএ-র সমর্থন বিজেপির মিছিল
পুলিশের কাছে ফেরার থাকায় কিছু দিন ধরে খুঁজছিল, বুধবার ১১ টা নাগাদ গোপনসূত্রে পুলিশ খবর পায় যে একটি চার চাকার গাড়িতে করে গড়বেতার নিজের বাড়িতে ফিরছে দীনবন্ধু, সেই সময় পুলিশ ওই গাড়িটিকে আটক করলে, গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে ঢুকে যায় দীনবন্ধু।
আরও পড়ুনঃ সিএএ বিরোধী বাম-কংগ্রেস জোটের মিছিল দিনহাটায়
পুলিশ আর দিনোবন্ধু লুকোচুরি খেলার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়লে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় গড়বেতা থানায়।
এই বিষয়ে গড়বেতার বিজেপির মধ্যম মন্ডল সভাপতি তন্ময় দোগরী বলেন, পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, বিজেপি কর্মী দের। গড়বেতার তৃণমূল নেতা সেবব্রত ঘোষ বলেন, বিজেপির কালচার হয়ে দাঁড়িয়েছে গুলি বন্দুক নিয়ে খেলা করা, পুলিশ আজ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এবার হয়তো এলাকায় কিছু সন্ত্রাস কমবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584