নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেশ কয়েকদিন আগে সুপার সাইক্লোন আমপানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার একাধিক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক চাষী। এবার সেই চাষি ও তাদের পরিবারগুলোর ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার কেশপুরের বিডিওর সঙ্গে বৈঠক করলেন কেশপুরের বিজেপি নেতারা।
তাদের কথায়, ‘অবিলম্বে ক্ষতিগ্রস্ত চাষী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।’ এই দিন ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ প্রধান জানান, ‘আমরা এই বিষয় নিয়ে বিডিওর সঙ্গে কথা বলেছি।
আরও পড়ুনঃ রাজ্যের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য মহিলা তৃণমূলের
উনি বলেছেন ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। যে সব চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তদন্ত করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584