নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের শিমুলিয়া অঞ্চলে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মীদের ওপর মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই ঘটনায় রেহাই পায়নি সংবাদমাধ্যমও। এই মারধরের ঘটনায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক আহত হয়, বৃহস্পতিবার সেইসব আহত বিজেপি কর্মীদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করে কথা বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন “বর্তমান পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে যেতে চাইছে বিজেপি নেতৃত্ব, দিতে চাইছে খাদ্য সামগ্রী, কিন্তু সেক্ষেত্রে বাধা দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।” এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি পুলিশ প্রশাসন কেউ কড়া ভাষায় বলেন, যেভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বর্তমান সরকার দুর্নীতি করছে সব হিসেব নেয়া হবে ২০২১ সালের ভোটের পর।
আরও পড়ুনঃ দুর্নীতি রুখতে অভিযানে সিপিআইএম
যেসব বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সেইসব কেশগুলি আবার রি ওপেন করা হবে, এমনই মন্তব্য করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আর তিনি বলেন এখানে যিনি বিধায়ক রয়েছেন তার ভাইয়ের নামে অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। সেক্ষেত্রে আমরা আইনের দ্বারস্থ হব।
এদিন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন “বর্তমান সরকারের সঙ্গে সঙ্ঘবদ্ধভাবে দুর্নীতি না করে আমার মতন চাকরি ছেড়ে বেরিয়ে আসুন, না হলে পুলিশের পোশাক পড়ে সেই সব দুষ্কৃতীদের ধরুন”। অতি শীঘ্রই পুলিশ জনরোষের শিকার হবে বলে তিনি বলেন। অন্যদিকে ভগবানপুরের এসডিপিওর বিরুদ্ধেও হুঙ্কার দেন তিনি।
অন্যদিকে এলাকার মানুষ কেউ তিনি ভরসা যোগান প্রতিবাদের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584