‘তৃণমূলে কোনো ভদ্রলোক আর থাকতে পারবে না’- খড়্গপুরে বললেন দিলীপ ঘোষ

0
101

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম বাংলায় যে পরিস্থিতি চলছে, এতে আগামী বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য বিজেপি। এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ ফের রাজ্য সরকারকে বিঁধলেন। পাশাপাশি বেশ কিছু তৃণমূল বিধায়ক তার সাথে যোগাযোগ রাখছেন বলেও জানান। তিনি বলেন, “অমিত শাহ জীর প্রোগ্রামে যোগদানের কোনো কার্যক্রম নেই।

dilip ghosh | newsfront.co
সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

আগামী কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় যোগদান কর্মসূচি রয়েছে। বিভিন্ন দিকে আমরা এখন যোগদান মেলা করছি, সেখানে ছোট থেকে বড় বিভিন্ন স্তরের নেতারা যোগ দিচ্ছেন এবং দেবেন। তবে এপর্যন্ত কোনো মন্ত্রী যোগাযোগ করেননি, তবে বিধায়কেরা যোগাযোগ করেছেন।

bjp leader | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাজনীতি করছেন রাজ্যপাল, দাবি গৌতমের

আমরা বলেছি আপনারা প্রস্তুতি নিন, যখন সময় আসবে আমরা দলে আপনাদের গ্রহণ করব। আর যে কোনো সময় এটা হতে পারে। তৃণমূলে কোনো ভদ্রলোক আর থাকতে পারবে না। আর এই পার্টি টাই উঠে যাবে। যে কোনো সময় বিস্ফোরণ হবে, পুরো পার্টিটা ভেঙে পড়বে। সেদিকেই গতি প্রকৃতি যাচ্ছে।”

ছোট থেকে বড় নেতা, মন্ত্রী বিধায়কদের এই দলে থাকাটা যে অসহ্য হয়ে যাচ্ছে, সেই ধরণের কমেন্ট করে বুঝিয়ে দিচ্ছে বারে বারে। মেদিনীপুরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here