বাংলায় পরিবর্তন আসন্ন! আলিপুরদুয়ারে বললেন দিলীপ

0
56

নিজস্ব সংবাদদাতা আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার জেলার জয়ঁগা খোকলা বস্তি এলাকায় বিজেপির জনসভা আয়োজিত হয় সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার জয়ঁগা থেকে জনসভাতে যোগ দিতে যাবার পথে জয়ঁগা সুমসুমি বাজার এলাকায় দিলীপ ঘোষের কনভয়ের ওপর দুষ্কৃতীরা ঢিল ছোঁড়ে বলে বিজেপির অভিযোগ। এই ঘটনার জেরে কালচিনির বিধায়ক উইলশন চম্প্রামারীর গাড়ির কাঁচ ভেঙ্গে যায়।

meeting | newsfront.co
মঞ্চে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

এছাড়াও আরও এক বিজেপির নেতৃত্বের গাড়িও ভেঙ্গে যায়। দিলীপ ঘোষকে দেখানো হয় কালো পতাকা। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এদিনের জনসভায় বক্তব্য দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন,”পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি চলছে। গোর্খাদের জন্যে যদি কেউ ভেবে থাকে, তা হল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার। মুখে পাহাড়বাসীর জন্য দরদ দেখিয়ে আখেরে বিবেধের রাজনীতি কায়েম করেছে তৃণমূল।

আরও পড়ুনঃ মাদারিহাটে চা চক্রে যোগ দিয়ে বাংলা জয়ের বিষয়ে আশা প্রকাশ দিলীপের

dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র
public | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যে যে কোন রাজনৈতিক কার্যক্রম করতে গেলেই আমাদের বাধা দেওয়া হয়। তিন বছর আগে পাহাড়ে যাওয়ার সময় আমাদের আক্রমণ করা হয়েছে। মারধর পর্যন্ত করা হয়েছে। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখেছে। আজকেও আমাদের বাইক র‍্যালি আটকানোর চেষ্টা হয়েছে।

আরও পড়ুনঃ কোচবিহারে সস্ত্রীক রাজ্যপাল, দেখা করলেন নিশীথের সাথে

আমাদের জেলা নেতৃত্বের গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। আমার গাড়িতেও ইঁট পড়েছে। তবে এভাবে আমাদের রোখা যাবে না। বাংলায় পরিবর্তন আসন্ন।সবাই তার জন্য তৈরি আছেন। সময়েই সব পরিষ্কার হবে। বিভেদের রাজনীতি পাহাড়-তরাই-ডুয়ার্সের বাসিন্দারা কিছুতেই মেনে নেবেন না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here