আগে দলদাস ছিল এখন ক্রীতদাস হয়েছে, পুলিশের উদ্দেশ্যে দিলীপ উবাচ

0
90

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

একদিকে যখন কৃষি আইনের বিরোধিতা করে রাজ্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক ময়দানে প্রতিবাদ করতে,ঠিক তার উল্টো দিকে কৃষি আইনের সমর্থনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করছে বিজেপি নেতৃত্ব।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ, সাংসদ। নিজস্ব চিত্র

সেই বার্তাকে সামনে এনে শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল বাবুরহাটে মিছিল ও পথসভা করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সদস্য দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, রাজ্য আইটি সেলের জয় মল্লিক সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এই দিন এই পদযাত্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক পা মিলিয়েছেন,যেখানে বিজেপি মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ মোদী-যোগীর কুশপুতুল পুড়িয়ে হাথরাস হত্যাকান্ডের প্রতিবাদ বহরমপুরে

bjp leader | newsfront.co
সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

এই দিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্বের উপর তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এই দিন তিনি নোট বন্দি, আমপানের ক্ষতিপূরণ, সিএএ বিল নিয়ে কার্যত তোপ দাগলেন তৃণমূল নেতৃত্বের উপর। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দেশের সাধারণ মানুষের জন্য কোন প্রকল্প ভাবেন তাহলে সব থেকে আগে বিরোধিতা করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই যাত্রীবাহী ট্রেন চালানো হবে, জানাল রেল

bjp leaders | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

এখানেই শেষ নয় তিনি আরও বলেন, নোট বন্দির সময় সবথেকে বেশি বিরোধিতা করেছিল এ-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিএএ বিরোধিতা করেছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমপানের ক্ষতিপূরণ নিয়েও কার্যত তোপ দাগেন তিনি। তিনি বলেন আমপান ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জেলার মানুষ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব পরিবারগুলি কোন ক্ষতিপূরণ পায়নি বরং সেই ক্ষতিপূরণ ঢুকে গিয়েছে বিভিন্ন নেতৃত্বের বাড়িতে।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় বাইকের দোকানে আগুন

কারও বাড়ির খাটের নিচে খোঁজ করলে পাওয়া যাবে ত্রিপল, পার্টি অফিসে খোঁজ করলে পাওয়া যাবে সেখানে ত্রিপল,এমনভাবে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বিজেপির উপর আক্রমণ হলে বিজেপি প্রতিহত করবে অর্থাৎ রুখে দাঁড়াবে।

অন্যদিকে পুলিশ-প্রশাসনকে দলদাস হিসেবে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “আগে দলদাস ছিল এখন ক্রীতদাস হয়েছে।” অন্যদিকে আগামী বিধানসভা ভোট নিয়ে বলেন রাজ্যের ভোট হলে মানুষ ভোট দিতে পারে না তাই সেন্ট্রাল পুলিশের আবেদন রাখবে রাজ্য বিজেপি। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে নিয়ে যে রাজ্যের রাজনৈতিক লড়াইয়ের পারদ চড়ছে সেটা বলা বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here