উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রবিবার প্রাতঃভ্রমণে বের হয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “তৃণমূল দলটা এখন বাঁধাকপির মতো হয়ে গেছে। ছাড়াতে ছাড়াতে ভিতরে আজ কিছু পাওয়া যায় না। শুধুই পাতা। তৃণমূল দলে দুজন ছাড়া আর কেউ নেই। আর থাকবেন না কেউ।“
শনিবার হাওড়ায় তিন মন্ত্রীকে নিয়ে বৈঠক করেছেন পিকে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি আরও একাধিক ইস্যুতে তৃণমূলকে একহাত নিলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ ফুলবাড়ির বর্ডার সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ইনজেকশন সহ গ্রেফতার ৩
তিনি বলেন, “দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া টিএমসি পার্টি হয় না। টিএমসি পার্টি বলে কিছু নেই, কিছু গোষ্ঠী আছে। আর দুর্নীতির বাইরে কোনও নেতা নেই। যেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ শুরু করেছে, চারিদিকে হৈ চৈ শুরু হয়ে গিয়েছে।
গরু পাচার ও কয়লা পাচার এই দুই অবৈধ ব্যবসা চলে আমাদের রাজ্যে। আর তার সঙ্গে বেশিরভাগ সরকারি পার্টির নেতা-ই যুক্ত আছেন। আর সেখানে যখন হাত পড়েছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত হাহাকার করছে। এ থেকেই বোঝা যাচ্ছে এরা কাদের নিয়ে পার্টি করছে।”
প্রসঙ্গত, নিউটাউনে অমিত শাহ দলীয় কর্মীর বাড়িতে আসার পরদিনই পাল্টা সভা করে টিএমসি। এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “অমিত শাহ জনসভা করতে আসেননি। দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে এসেছিলেন। তাঁকে দেখতে হাজার হাজার লোক বেরিয়ে এসেছিল। তাতেই ভিড় হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল যদি পাল্টা সভা করে থাকে তো খুব ভালো। আমরাও পাল্টা সভা করব। সভার পর সভা হবে। নির্বাচন আসছে সভা তো হবেই।”
আরও পড়ুনঃ আবর্জনায় পরিপূর্ণ সরকারি পুকুর,মশার উপদ্রবে অতিষ্ঠ শেরপুরের বাসিন্দারা
তৃণমূলে শুভেন্দু অনুগামীদের দলে কোণঠাসা করে দেওয়া হচ্ছে, এদিন এই প্রসঙ্গেও কটাক্ষের সুরে তীব্র সমালোচনা করেন মেদিনীপুরের সাংসদ। বলেন, “পার্টির মধ্যে এখন বাঁধাকপির মত অবস্থা। পাতা ছাড়াতে ছাড়াতে কপি খুঁজে পাওয়া যাবে না।
পার্টিতে দুজনেই থাকবেন। বাকি পার্টি উঠে যাবে। আরও বহু লোক আমাদের দিকে চলে আসবেন। যাঁরা পরিবর্তন চান, আমরা তাঁদের স্বপ্ন সফল করব। সত্যিকারের পরিবর্তন বিজেপি করবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584