দাবি মেনে তৈরী হলো কংক্রিটের রাস্তা

0
76

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

conkrete road | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘদিনের মানুষের দাবি ছিল কংক্রিটের রাস্তা নির্মানের। ইটের তৈরী ডবল সোলিং রাস্তা তিনবছর আগে পেয়েও চাহিদা ছিল কংক্রিটের রাস্তার। ইটের হার বেরকরা রাস্তা দিয়ে চলাচলের সমস্যা ছিল দেবিচক গ্রামবাসীর। স্বাধীনতার পরও দেবিচক গ্রাম ছিল মেঠে রাস্তার।

Bamkim Hazra | newsfront.co
বঙ্কিম হাজরা, সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান

বাম সরকারের আমলে পরিবর্তন করতে পারেনি দেবিচক গ্রামের রাস্তাটি। ফলে চাহিদার উপর তৈরী হয়েছিল ক্ষোভ। ২০১১ সালে ক্ষমতায় আসার পর সিঙ্গেল ইটের রাস্তা গড়ে তোলে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত। ২০১৭ সালে সুন্দরবন উন্নয়ন দপ্তরের টাকায় ডবল সোলিং রাস্তা নির্মিত হয়।

rally | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সীমান্তে জনকল্যাণ মূলক কর্মসূচি পালন বিএসএফের

দেবিরচক গ্রামে প্রায় চার হাজার মানুষের বাস। খেটে খাওয়া মানুষের অভাব নিত্য সঙ্গী। যাতায়াতের সুব্যবস্থা করতে উদ্দ্যোগ নিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ । দেবিচক গ্রামের উত্তম মাইতির বাড়ি হতে ভেটেনারি হাসপাতাল সেখান থেকে যাদব গিরি বাড়ি পর্যন্ত দীর্ঘ ১৫৮০ মিটার দীর্ঘ তিন মিটার চওড়া রাস্তার ভিত্তি প্রস্তর করেন।

concreate path | newsfront.co
নিজস্ব চিত্র

সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম হাজরা, পাথর প্রতিমার বিধায়ক সমির কুমার জানা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সুন্দরবন উন্নয়ন পর্ষদের ৯০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মিত হবে রাস্তা। যা আশার আলো দেখাবে সুন্দরবনের প্রত্তন্ত এলাকাবাসিদের।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র হাজরা,পাথর প্রতিমার বিধায়ক সমির কুমার জানা , পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শিক্ষা কর্মাধক্ষ্য রাজ বাহাদুর সিং , কৃষি সেচ সমবায় কর্মাধক্ষ্য রাধাশ্যাম পন্ডিত, জেলা পরিষদের সদস্যা মনুশ্রী মন্ডল ,গ্রাম পঞ্চায়েত প্রধান গৌর হরি বাগ,অঞ্চল সভাপতি নন্দ গোপাল দাস , সমাজকর্মি কালিপদ দাস , তরুন হালদার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here