নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পুলিশকে বিজেপির পিছনে না লাগিয়ে, যারা চুরি ডাকাতি করছে, মানুষের সম্পদ চুরি করছে,তাদের পিছনে লাগান,তাহলে মানুষ শান্তিতে থাকবে,তা না হলে আইন-শৃঙ্খলার সমস্যা হবে।
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১নং ব্লকের নেগুয়াতে দলীয় কর্মসূচিতে এসে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ্য গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শিমুলিয়া অঞ্চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলাকালীন তিনশতাধিক তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।
এর ফলে বেশকিছু বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত হয়। তারই প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব এবং সেই প্রতিবাদ মিছিলে যাওয়ার সময় বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ও সুমন ব্যানার্জীর পথ আটকায় পুলিশ।
আরও পড়ুনঃ জেলা শাসকের সহযোগিতায় খাদ্যসামগ্রী প্রদান কেশিয়াড়ীতে
তারই পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার এগরা ১নং ব্লকের নেগুয়াতে গৃহ সম্পর্ক কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর চিঠি বাড়ি বাড়ি গিয়ে মানুষের মধ্যে বিলি করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন তিনি। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন “শুধু এই জেলার মধ্যে বিজেপি কর্মীদের আক্রান্তের খবর সীমাবদ্ধ নয়,রাজ্যের সমস্ত জায়গাতেই আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা।
নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল তত দুর্বল হচ্ছে বুঝতে পারছে, আর ততই পুলিশ দিয়ে আটকানো হচ্ছে আমাদের।” অন্যদিকে গত শুক্রবার বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুকে পুলিশের দ্বারা আটকে দেওয়ার প্রতিবাদে অ্যাডিশনাল এসপির কাছে ডেপুটেশন দেয়ার জন্য জমায়েত হলে,পুলিশ চারজনকে আটক করেন।
সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, “কোন গণতান্ত্রিক পরিবেশ নেই এখানে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই করছি তার জন্য আমাদের পথ আটকানো হচ্ছে।” শাসকদলের দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584