মনিরুল হক, কোচবিহারঃ
সাংসদ নিশীথ প্রামানিকের সাথে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসার জেরে বিজেপির যুবমোর্চার শহর মন্ডলের সভাপতির বাড়িতে ভাংচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে দিনহাটা পুরসভার ৭ নং ওয়ার্ড বডিংপাড়া এলাকার বিজেপির যুবমোর্চার শহর মন্ডলের সভাপতি মুন্না সাউয়ের বাড়িতে।
ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। ঘটনায় জেরে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। যদিও যুবমোর্চার নেতার তোলা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
মুন্না সাউয়ের অভিযোগ,গতকাল আমাদের সাংসদ নিশীথ প্রামানিক বিভিন্ন মন্ডলের দুঃস্থ অসহায় মানুষের জন্য ত্রান সামগ্রী নিয়ে বেড়িয়েছিল তা দেওয়ার জন্য। কিন্তু নিগম নগর সংলগ্ন এলাকায় ওই গাড়ি গুলিকে আটক করে দিনহাটা থানার পুলিশ। তার জেরে দিনহাটা থানার সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন সাংসদ নিশীথ প্রামানিক। তার ওই অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার জেরে গতকাল রাত ৮টা ৩০ মিনিট নাগাদ আমার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত কিছু দুস্কৃতিরা।
তারা ৮ থেকে ১০টি বাইক নিয়ে এসে আমার বাড়িতে হামলা চালায়। আমার ঘরের কাঁচের দরজা, জানালা ও বাড়ির মেইন গেট ভাঙচুর করে এমনকি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। পরে দিনহাটা থানার আই সি কে বিষয়টি জানায়। পরে পুলিশ এসে ঘটনা প্রত্যক্ষ ভাবে দেখে যান। আজ থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। তৃণমূলের এই নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই।
আরও পড়ুনঃ বচসায় জড়ালেন বিজেপি নেত্রী
তিনি আরও বলেন, সাধারণ মানুষ লকডাউনের কারণে গৃহবন্দি। দিন আনা দিন খাওয়া মানুষ অসহায় হয়ে পড়েছে। তাঁদের ত্রান দেওয়ার জন্য আমাদের সাংসদ ত্রানের গাড়ি পাঠিয়ে দিয়েছে। সেই ত্রান আমরা সাধারন মানুষ কে দিতে পারছি না। কারণ তৃণমূলের নেতারা চায় বিজেপি যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারে। কিন্তু তাতে লাভ হচ্ছে না। মানুষ বুঝে গেছে তৃণমূল কি জিনিস।
তাই আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চাই তৃণমূলের নেতাদের কথায় বিজেপি কর্মীদের ত্রান দেওয়া বন্ধ করবেন না। বরং সহযোগিতা করুন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের যেন আমরা ত্রান দিতে পারি। যদিও এবিষয়ে ৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভময় চক্রবর্তী বলেন, গতকাল রাতে আমি বাড়িতে ছিলাম না। ওয়ার্ডের কোথায় কি হয়েছে তা জানা নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584