নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
এই হুমায়ুন দিল্লির সম্রাট নন। তবে মুর্শিদাবাদের ডাকাবুকো নেতা বলতে তার নামটাই প্রথমে উঠে আসবে।
আজ মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে এক যোগদান সভার মাধ্যমে জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহেরের হাত ধরে বিজেপি দল ছেড়ে ফের যোগ দিলেন তৃণমূলে।

এদিন তিনি জানিয়েছেন “অনেক আগেই যোগ দেওয়ার কথা থাকলেও লকডাউনের ফলে তা বন্ধ ছিল। আজ সেটা সম্পূর্ণ হল। অনেক ধন্যবাদ জানায় বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকী আমি যতদিন রাজনীতি করবো মমতার কথা মতো চলব।”
এককালীন অধীর রঞ্জন চৌধুরীর ডান হাত হিসেবে পরিচিত ছিলেন হুমায়ুন। এমনকি কংগ্রেসের টিকিটে প্রথমে জেলা পরিষদের সদস্য হন। পরে রেজিনগর বিধানসভায় ২০১১ সালে কংগ্রেসের টিকিটে জয়ী হন। কিছু দিন পরে, তৃণমূলে যোগ দেন ও পান মন্ত্রিত্ব।

আরও পড়ুনঃ লকডাউনেও করোনার দাপট অব্যাহত
পরে উপনির্বাচনে হেরে যান কংগ্রেসের কাছে। তারপরে তৃণমূল থেকে বহিষ্কৃত হলে আবার কংগ্রেসে যোগ দেন এবং পঞ্চায়েত ভোট করেন কংগ্রেসের হয়। এরপর ২০১৯ – র লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। এমনকি বিজেপির হয়ে লোকসভার টিকিটেও লড়েন তিনি। সম্প্রতি এনআরসি নিয়ে বনিবনা না হওয়ায় বিজেপি দল ত্যাগ করেন। তারপরে অনেক সময় বসে থেকে,শেষে তৃণমূলে যোগদান করলেন।

আরও পড়ুনঃ কালচিনিতে ৪ দিনের টানা লকডাউন
এই যোগদানের ফলে জেলা বিজেপি অনেকটা চাপে পড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন জেলার চেয়ারম্যান সুব্রত সাহা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকেন জেলা সভাপতি আবু তাহের খান ও জেলা কো-অর্ডিনেটর সৌমিক হোসেন, অরিৎ মজুমদার, অশোক দাস ও খলিলুর রহমান সহ দলীয় নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584