বহরমপুরে অভিনন্দন যাত্রায় এসে মুখ্যমন্ত্রী-সহ অধীর চৌধুরীকে কটাক্ষ জয়প্রকাশের

0
113

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

সিএএ-র সমর্থনে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় একটি অভিনন্দন যাত্রার আয়োজন করেন। এই পদযাত্রাটি বহরমপুরের ফরাসডাঙা থেকে কালেক্টরেট ভবনের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির পাদদেশ পর্যন্ত হয়।

বিজেপির অভিনন্দন যাত্রা। নিজস্ব চিত্র

আজকের এই পদযাত্রার মূল উদ্দেশ্যই ছিল সিএএ দেশে লাগু করার সমর্থনে পদযাত্রা। এই পদযাত্রায় পা মেলালেন জয়প্রকাশ মজুমদার, জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ-সহ সমস্ত বিজেপি নেতৃত্ব থেকে কর্মীরা। আজকের এই পদযাত্রা থেকে জয়প্রকাশ মজুমদার জানান যে এই আইনের মধ্য দিয়ে সমস্ত মানুষের সুবিধার বিরোধিতা করছেন মমতা ব্যানার্জি। আর এ থেকেই তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি হিন্দুত্ব বিরোধী।

জয়প্রকাশ মজুমদার। নিজস্ব চিত্র

মমতা ব্যানার্জীর দুই দিকে জগাই আর মাধাই, একদিকে আব্দুল মান্নান, অন্যদিকে সুজন চক্রবর্তী ; সেই সাথে অধীর চৌধুরী যুক্ত হয়ে বিজেপির বিরোধিতা করতে নেমেছে কংগ্রেস। পাশাপাশি তিনি বলেন, সিপিএম নিজের প্রাসঙ্গিকতা হারিয়ে তাদের মাথা ঠিক নেই।

মুর্শিদাবাদের জলঙ্গীর কাণ্ডে পুলিশ আসামিকে যখন ধরবে, তখন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী পুলিশকে পাঠাবে তাকে ধরতে। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জি বিষবৃক্ষ পুতেছে এবং সকলকে তোষণমূলক রাজনীতির নির্দেশ দিয়েছেন। তাই তারা যখন যেখানে ইচ্ছে গুলি চালাচ্ছে।

তিনি আরও বলেন, এখানে থানাগুলো হচ্ছে তৃণমূলের অফিস। থানার অফিসাররা হচ্ছে দলদাস এবং তৃণমূলের নেতারা হচ্ছে তাদের হুকুমদার। একপ্রকার আজকের এই সভা থেকে সরাসরি তীব্র ভাষায় কটাক্ষ করলেন মমতা ব্যানার্জিকে। পাশাপাশি অধীর চৌধুরীকেও আক্রমণ করতে এদিন ছাড়েননি জয়প্রকাশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here