নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি ‘গৃহসম্পর্ক’ অভিযানের মধ্য দিয়ে প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি৷ মালদহ জেলার বামনগোলা পাকুয়া হাট এলাকায় এই চিঠি পৌঁছে দিলেন দক্ষিণ মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু।
পাশাপাশি, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বাধীন কুমার সরকার এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সূচনা করেন৷ বিজেপি সাংসদ খগেন মুর্মু ‘গৃহ সম্পর্ক’ অভিযান সূচনা করে মানিকচকের প্রত্যেক মানুষের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি বিতরণ করে কর্মসূচি শুরু করেন। তিনি বলেন, ‘‘গৃহ সম্পর্ক অভিযান শুরু হল মালদহ জুড়ে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় পুরস্কার পেল বাঁকুড়া জেলা পরিষদ
আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমি নিজেও বাসিন্দাদের হাতে মোদীজীর চিঠি পৌঁছে দিচ্ছি। বাড়ি ছাড়াও ব্যবসায়ী দোকানদাররা রয়েছেন, তাদের কাছেও চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমান কঠিন পরিস্থিতিতে মানুষের কি করণীয়, সরকারের সঙ্গে থাকতে মানুষের কাছে আবেদন রাখছি।
সাধারণ মানুষের কোন সমস্যা থাকলেও আমরা শুনছি। যেটা সমাধান করা সম্ভব, সেটা করছি, যেটা সম্ভব নয় সেটা বলে দেওয়া হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584