নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গ্রেপ্তার রাজ্য বিজেপির ভুয়ো আইনজীবী নাজিয়া ইলাহি খান। আইনজীবীর মিথ্যা পরিচয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির থেকে মামলা লড়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন কিন্তু মামলা লড়বেন কি করে! আদতে আইনজীবীই নন নাজিয়া।
সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগে জানান যে, বিবাহ বিচ্ছেদের মামলা লড়ার নাম করে তাঁর থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন নাজিয়া। কিন্তু মামলা লড়েননি। এরপর ২০২০ সালে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই সঞ্জীব বাবু। তদন্তে নামে গিরিশ পার্ক থানার পুলিশ, বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠানো হয়। সেখান থেকেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, নাজিয়া আদৌ আইনজীবীই নন। আইনজীবীর ভুয়ো পরিচয় দিয়ে এভাবে প্রতারণা করা হয়েছে সঞ্জীব বাবুকে।
আরও পড়ুনঃ ওনামের পরেই কেরালায় হুহু করে বাড়ছে সংক্রমণ! উৎসব পরবর্তী অভিঘাত, মত বিশেষজ্ঞদের
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারি মাসে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি-র পতাকা নিয়ে দলে যোগ দেন নাজিয়া। তিন তালাক মামলার অন্যতম অভিযোগকারী ইশরাত জাহান বিজেপি-তে যোগ দেওয়ার পরে পরেই গেরুয়া শিবিরে আসেন নাজিয়া।
আরও পড়ুনঃ দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি পাওয়ার পথে অগ্রগতি, কলেজিয়ামের তালিকায় সম্মতি রাষ্ট্রপতির
বিভিন্ন মিডিয়ায় রাজ্য বিজেপির পরিচিত মুখ তিনি। নাজিয়াকে প্রায়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপি-র আইন ও মজদুর সেলের নেত্রী হিসেবে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে। তাঁর সঙ্গে অনেক নেতার ঘনিষ্ঠতার ছবিও দেখা গিয়েছে। তবে এ ব্যাপারে বঙ্গ বিজেপি মুখে কুলুপ এঁটেছে আপাতত, দায় এড়াচ্ছেন সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584