মহিলা কর্মীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ নোয়াপাড়ার স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে

0
44

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

দলেরই মহিলা কর্মীদের কুপ্রস্তাব দেওয়ার এবং উত্যক্ত করার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ওই মহিলা কর্মীদের দাবি, ঘটনাটি থানার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বদের জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার অভিযুক্ত ওই নেতার অপসারণের দাবিতে সরব হয়েছেন তাঁরা।

bjp | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, ৮ মাস আগে নোয়াপাড়া গ্রামীণ মণ্ডল ৫-এর বিজেপি সভাপতি হয়ে দায়িত্বভার গ্রহণ করেন অলোক জানা নামে এক নেতা। তার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলতে থাকে দলেরই একাংশ। এবার তাঁর বিরুদ্ধে উঠল মহিলাদের সঙ্গে কুরুচিকর ভাষায় কথা বলার অভিযোগ।

আরও পড়ুনঃ সীমান্ত উত্তেজনায় ভারতের উপর দায় চাপাল চিন

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বিজেপি মহিলা কর্মী অভিযোগ করে জানান, তাঁদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি দলেরই অন্য কর্মীদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করেন অলোক জানা। দলে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ওই মহিলা কর্মী। তিনি জানান, ইতিমধ্যে অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর অভিযোগ, এ ব্যাপারে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ কর্ণপাত করেননি।

আরও পড়ুনঃ নন্দকুমারে বহুতল গোডাউনে আগুন

এ প্রসঙ্গে বিজেপি নেতা চঞ্চল চট্টোপাধ্যায় বলেন, “বিজেপির মন্ডল সভাপতি অলোক জানা তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়েছে। মেয়েদের অসম্মান করছে।“ এদিকে, গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং। অন্যদিকে, এ ব্যাপারে জানতে পেরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করে বলেন, এটাই বিজেপির সংস্কৃতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here