তৃণমূল ত্যাগের পর মুর্শিদাবাদে প্রথম সভা বিজেপি নেতা রাজীব ব্যানার্জী’র

0
125

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের জঙ্গীপুর বিধানসভার অজগরপাড়ায় আজ এক জনসভায় যোগ দেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করা বিজেপি নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। একই সাথে বিজেপির পরিবর্তন যাত্রার রথও দক্ষিণ মুর্শিদাবাদ জেলা পরিক্রমা শেষ করে ঐ সমাবেশে সামিল হয়।

BJP Sabha | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

এদিন সভামঞ্চে রাজীব বাবু, রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন এরাজ্যের সরকার কিষান সম্মান নিধি যোজনা সহ নানান কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দরিদ্র মানুষদের সামিল হতে দেয়নি। কেন্দ্রের সাথে রাজ্য সরকারের অসহযোগিতা মূলক আচরণকে কেন্দ্র রাজ্য সমন্বয় না হবার কারণ বলে উল্লেখ করেন তিনি।

bjp leader | newsfront.co
মঞ্চে রাজীব ব্যানার্জী। নিজস্ব চিত্র

আগামীতে উন্নয়নের জন্যে কেন্দ্রে যে সরকার রয়েছে রাজ্যেও তারই দরকার বলে তিনি জানান। ২১ থেকে ২০২৬ পর্যন্ত কাজ করে সোনার বাংলা বিজেপিই গড়বে বলে বিজেপিকে ভোট দেবার আবেদন জানান রাজীব বাবু। রাজ্যের পরিযায়ী শ্রমিক, বেকারদের জন্যে শিল্প কারখানা ও বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুনঃ অধীর চৌধুরীর নামে বিতর্কিত পোস্টার মুর্শিদাবাদে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ কংগ্রেসের

Murshidabad | newsfront.co
জনসমাবেশ। নিজস্ব চিত্র

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিজেপির সমালোচনার প্রেক্ষিতে রাজীব বন্দোপাধ্যায় অভিযোগ তোলেন, তৃণমূল কংগ্রেসেই চিমটি কেটে দুটি সম্প্রদায় কে ভাগ করে বিভাজনের রাজনীতির সৃষ্টি করেছেন। তৃণমূল দলত্যাগীদের বিজেপিতে ঢুকে ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রেক্ষিতে তিনি ছত্রধর মাহাতো, বিমল গুরুং এর মত দেশদ্রোহীতায় অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিদের উদাহারণ টেনে বলেন তৃণমূলই আদতে ওয়াশিং মেশিন।

আরও পড়ুনঃ পরিবর্তন যাত্রায় যোগ দিতে বাগডোগরায় দিলীপ ঘোষ

বর্ধমানের সভায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যাওয়া নেতৃত্বদের মুখ্যমন্ত্রীর কুসন্তান বলে কটাক্ষ করার পরিপ্রেক্ষিতে রাজীব বাবু বলেন মা তার সকল সন্তানদের মধ্যে দু তিনজন কে স্নেহ ভালবাসা দিয়ে বাকিদের বঞ্চনা করলে, অযত্ন করলে ছেলেদেরও ক্ষোভ অভিমান হয়। মায়ের উচিৎ ৫ টা সন্তানকেই সমান ভাবে ভালবাসা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here