সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
সামনেই লোক সভা নির্বাচন।আর তারই প্রস্তুতি শুরু করে দিল পদ্মফুল শিবির।বুধবার এই লোকসভায় যারা বিজেপির হয়ে কাজের দায়িত্ব সামলাবেন তাঁদের বাড়িতে বাড়িতে ঘুরলেন বিজেপি নেত্রী ও সাংসদ রুপা গাঙ্গুলি। তিনি সেই সব কার্যকর্তাদের বাড়িতে বিজেপির পতাকা ও মোদীজির ছবি দেওয়া স্টিকার আটকে দিলেন।বিজেপির কার্যকর্তারা তাঁদের সাধ্যমত টাকা আসন্ন নির্বাচনের জন্য দলের তহবিলে জমা করার জন্য নেত্রীর হাতে তুলে দেন।রুপা গাঙ্গুলির এই কর্মসূচীতে ওই সব এলাকায় সাড়া পড়ে যায়।সোনারপুরের জগদ্দলের রাসমাঠের কাছে এক বিজেপি কার্যকর্তার বাড়িতে বুধবার সকালে যান রুপা গাঙ্গুলি।সেখানে থেকে দক্ষিণ জগদ্দলেও এক বিজেপি কার্যকর্তার বাড়িতে গিয়ে একই ভাবে লোকসভার প্রচার শুরু করেন তিনি।সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে রুপা জানান,”সারা দেশ জুড়েই দলের এই কর্মসূচী চলছে পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম নয়।’
তিনি মঙ্গলাবারই কলকাতায় এই কর্মসূচী শুরু করেন।এদিন তিনি সোনারপুরে এসেছেন। মূলতঃ যাঁরা দলের দায়িত্বে আছেন তাঁদের বাড়িতেই তিনি যাচ্ছেন।সেখানে গিয়ে তিনি দলীয় কার্যকর্তার সঙ্গে কথা বলা ছাড়াও দলের পতাকা তাঁর বাড়িতে টাঙিয়ে দিচ্ছেন।এছাড়াও স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে।দলের কাজের জন্য সামান্য অনুদান দিতে চাইলে তাও তিনি নিচ্ছেন।কোন সমর্থকের বাড়িতে নয়,দলের কার্যকর্তার বাড়িতেই এই কর্মসূচী পালন করা হচ্ছে।এদিন তিনি মোট ১০ জায়গায় দলীয় কার্যকর্তার বাড়িতে যাবেন বলে জানান।মোট ২৫ জন কার্যকর্তার সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে।এদিন তাঁকে সিবিআই-এর নিরপেক্ষতা নিয়ে রাজ্য সরকার প্রশ্ন তুলেছে বলে প্রশ্ন করা হয়।তিনি বলেন, “আজ যাঁরা এই প্রশ্ন তুলছেন তাঁরা ১৪ সালের আগে কথায় কথায় সিবিআই তদন্তের দাবি তুলতেন।”
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে সমবায় ব্যাঙ্ক উদ্বোধনে মন্ত্রী অরূপ রায়
যেভাবে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার কর্মীদের সঙ্গে কলকাতা পুলিশ ব্যবহার করেছে তারও তিনি নিন্দা করেন। সেফ ড্রাইভ,সেভ লাইফ কর্মসূচী কেন্দ্রীয় সরকারের টাকায় বলে দাবি করেন রুপা।আর সেই টাকা নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে নিজের ছবি টাঙাচ্ছেন তারও সমালোচনা করেন তিনি।এই খরচের হিসাব জানতে চান বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584