ডেবরায় পুলিশি বাধার মুখে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু

0
33

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

হুগলির ভদ্রেশ্বরের পর এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ফের একবার পুলিশি বাধার মুখোমুখি বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। এদিন অবশ্য একবার নয়, পরপর দু জায়গায় তার গাড়ি আটকেছে পুলিশ, এমনটাই দাবি সায়ন্তনের। এদিন প্রথমে ডেবরা থানার শ্রীরামপুরে তার গাড়ি আটকায় পুলিশ।

Sayantan Basu | newsfront.co
নিজস্ব চিত্র

পরে আষাঢ়িতে একইভাবে তার গাড়ি আটকানো হয়েছে। এখনও পর্যন্ত পিংলায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি তিনি। এদিন সকালেই দলীয় কর্মসূচিতে যোগ দিতে নিজের গাড়িতেই পিংলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

আরও পড়ুনঃ করোনা, আমপান বিপর্যয় থেকে মুক্তি পেতে তৎপরতায় ব্লক প্রশাসন

পথে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার শ্রীরামপুরে তার গাড়ি আটকে দেয় পুলিশ। তাকে বলা হয় কোনওভাবেই পিংলায় যেতে দেওয়া সম্ভব নয়। সেখানে পুলিশের সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব কথাবার্তা সেরে, ফের রওনা দেন বিজেপি নেতা। এরপর আষাঢ়িতেও তার গাড়ি আটকানো হয়। নিয়মশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তাকে পিংলায় যেতে দেওয়া সম্ভব নয় বলেই দাবি করে পুলিশ।

আরও পড়ুনঃ সঠিক সময়ে বেতনের দাবিতে হাসপাতালে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

সূত্রের খবর, সেখানে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় সায়ন্তনের। তিনি দাবি করতে থাকেন, দলীয় কর্মসূচিতে যেতে কিভাবে বাধা দিতে পারে পুলিশ? যদিও পরে তিনি জানান, পুলিশ আধিকারিকরা এই ব্যাপারে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত পিংলায় দলীয় কার্যালয়ে পৌঁছতে পারেননি তিনি। পরিবর্তে ডেবরার দলীয় কার্যালয়েই রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here