নারায়ণগড় থানার ওসিকে প্রকাশ্যে হুমকি বিজেপি নেতা সায়ন্তন বসুর

0
91

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

sayantan basu | newsfront.co
সায়ন্তন বসু। ফাইল চিত্র

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে বিজেপির কার্যকর্তাদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিজেপি দলের পক্ষ থেকে নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ,রাজ্য কমিটির সদস্য তুষার মুখার্জি, জেলা সভাপতি সমিত দাস সহ আরও অনেকে।

বিক্ষোভ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিয়ম না মানলে বাতিল উড়ানঃ ডিজিসিএ

নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিতে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু নারায়ণগড় থানার ওসিকে সরাসরি হুমকি দেন বলে অভিযোগ। তিনি বলেন, “আপনার অনেক বেনামী ব্যবসা আছে,আর ৬মাস ব্যবসা ভাল ভাবে করে নিন। তারপর আপনার সুখের জীবন আমরা থাকতে দেবনা। ছ মাস পরে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। তখন আপনি কি করেন আমরা দেখে নেব।”এই বলে নারায়ণগড় থানার ওসিকে সরাসরি হুমকি দেন সায়ন্তন বসু।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ৩২ দিনে পড়ল বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীদের অনশন আন্দোলন

সেই সঙ্গে তিনি পুলিশদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি পুলিশের পাশাপাশি তৃণমূলকেও তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “যাওয়ার সময় হয়েছে তাই শেষ বেলায় তৃণমূল নেতারা বিজেপি কর্মীদের ওপর হামলা শুরু করেছে, এর বদলা আমরা নেব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here