মোহভঙ্গ! বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চান সোনালী গুহ

0
117

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

তিন মাস কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আঁচলের তলে’ জায়গা খুঁজে নেওয়ার আর্জি জানালেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেত্রী সোনালী গুহ। তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন তিনি।

sonali guha | newsfront.co
গ্রাফিক্স চিত্র

বিধানসভা ভোটে টিকিট না পেয়ে রাতারাতিই মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সোনালী। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘দিদির’ সম্পর্কে যা জানেন, তা সংবাদমাধ্যমে বললে ‘বিস্ফোরণ’ ঘটবে।

বাংলায় নির্বাচনে ২০০ আসন তো দূর, ১০০ আসনও ছুঁতে পারেনি গেরুয়া শিবির। একুশের বিধানসভা ভোটে ভরাডুবি হয় বিজেপির। তারপর একে একে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের ‘মোহভঙ্গ’ হতে শুরু করে। ইতিমধ্যেই বিজেপি ছেড়েছেন বসিরহাটের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। তারপরে আজ সোনালি গুহের টুইট।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রয়োজনে হাসপাতালে শয্যা সংরক্ষণ জরুরি, মত দিল্লি হাইকোর্টের

তৃণমূলে ফিরতে চেয়ে টুইটারে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সোনালি বলেন, ‘সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন, আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়ে ছিলাম যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত, কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকা সুযোগ করে দিন।’ শেষে তিনি লেখেন, ‘ধন্যবাদান্তে আপনার স্নেহের সোনালী।’

আরও পড়ুনঃ সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া, লক্ষ লক্ষ যাত্রীর তথ্য ফাঁসের আশঙ্কা

গত ৫ মার্চ ২০২১- এর বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় বাদ পড়েন একদা মমতার ছায়াসঙ্গী সোনালী, সাতগাছিয়া থেকে তৃণমূলের টিকিট পাননি তিনি। প্রার্থী করা হয়েছিল বিষ্ণুপুর-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোহন নস্করকে। তারপরেই ক্যামেরার সামনে চোখের জল বইয়ে বিজেপির হেস্টিংস অফিসে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন এটাই যে, তাহলে কি ছায়াসঙ্গীকে আবারও ফিরিয়ে নেবেন মমতা?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here