নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
বৃহস্পতিবার বিকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। এরপর সেখান থেকে সোজা চলে যান বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে সেবা সপ্তাহের ঘোষণা করা হয়। সেখানে গিয়ে তিনি রোগী থেকে শুরু করে চিকিৎসক ও নার্সদের ফুল,মিষ্টি ও ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, “উত্তরবঙ্গের বিকাশ করতে হলে, উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথ ধরতে হবে। তাই মোদীজির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন করব এবং যে কোন অন্যায় হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”
আরও পড়ুনঃ উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিঃ সায়ন্তন বসু
এর পাশাপাশি তিনি আরও বলেন যে, “তৃণমূল কংগ্রেস কোন দল নয় এইটা একটা বাটপার কোম্পানির ভিতরে কোম্পানি। আমার গৌতম দেবকে জিজ্ঞাসা যে, তিনি যখন অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলতে যান, নিচে মোবাইল রেখে উপরে স্যারস্যার করে কথা বলেন। একজন সিনিয়র রাজনীতিবিদ হিসাবে তার পদত্যাগ করা উচিত এবং পূর্ব মেদিনীপুরের বা হাওড়ার রাজীব বাবু ও শুভেন্দু বাবু এনাদের চিন্তা করা উচিত যে কার সাথে রাজনীতি করবেন? একজন লুটেরা ভাইপোর সঙ্গে রাজনীতি করবেন?”
আরও পড়ুনঃ তৃণমূলের ব্লক নেতৃত্বদের নাম ঘোষণার পরেই অকাল হোলী পূর্ব বর্ধমানে
তিনি প্রশান্ত কিশোরের নাম না করে তার বিরুদ্ধে তোপ দাগেন। সৌমিত্র বাবু বলেন, “আমাদের নেতা নরেন্দ্র মোদীজি ৭০ তম জন্মদিনে সেবা করে মানুষকে কাছে টানতে চাই।”
এর পাশাপাশি তিনি আরও বলেন যে “আমাদের দলে কেউ এলে যেমন দল বড় হবে ঠিক তেমনই কেউ না এলেও আমরা ২০০র উপরে সিট পাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584