বনগাঁয় স্থানীয় বিজেপি নেতাকে রড-লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ

0
44

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

লকডাউনের মধ্যেও রাজনৈতিক তরজা অব্যাহত। এবার বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

injured bjp leader | newsfront.co
আক্রান্ত বিজেপি নেতা। সংবাদ চিত্র

বিজেপির দাবি, বৃহস্পতিবার দুপুরে বনগাঁ শহরের বিএসএফ মোড়ের কাছে নিজের দোকানেই ছিলেন বিজেপি নেতা ব্যবসায়ী সুতনুবাবু। কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে তাঁকে টেনে দোকান থেকে বার করে। এরপর লাঠি-বাঁশ ও রড দিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। দুষ্কৃতীদের মারে সুতনুবাবুর মাথায় চোট লাগে। পায়ের হাড় ভেঙেছে বলে খবর।

আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ সীমান্তের গেট খোলার দাবিতে বিক্ষোভ কৃষকদের

গুরুতর আহত অবস্থায় সুতনু দেবনাথকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বনগাঁ। বিজেপি নেতাকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর।

তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ‘২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে আগুন জ্বলবে বনগাঁয়।‘ অন্যদিকে, এই দায় অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সুতনু দেবনাথ আক্রান্ত হয়েছেন বলে দাবি তৃণমূলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here