নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
এ রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে এখন হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। যেখানে তৃণমূলের প্রার্থী স্বয়ং দলনেত্রী ঠিক তার উল্টো দিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, শুক্রবার নন্দীগ্রামের সানোচূড়ায় সিংবাহিনী ও জাঙ্কীনাথ মন্দিরে পুজো দিয়ে শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ পরিবারের সাথে কথা বলেন। এরপর জানকীনাথ মন্দিরে শুভেন্দু অধিকারীর জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়েছিল, ওই যজ্ঞে শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেন, এরপর মঞ্জুশ্রীতে সভা করেন তিনি।
আরও পড়ুনঃ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক উদ্ধারে তিহার যোগ
এদিন সভা মঞ্চ থেকে কার্যত নিশানা বর্তমান রাজ্য সরকার থেকে শুরু করে শাসক দলের নেতাকর্মীদের উপর, হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী রোড শো করে মহকুমা শাসকের দফতরে যান। সেই রোড শোতে শুভেন্দুর সাথে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান। এরপর হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা করেন শুভেন্দু।
আরও পড়ুনঃ নন্দীগ্রামের মানুষ দিদিকে জবাব দেবেঃ কৈলাশ বিজয়বর্গীয়
বিজেপি সূত্রে খবর, ১৫ এবং ১৯ মার্চ পর পর দু’টি বাংলা সফর হতে পারে অমিতের। তার মধ্যেই একদিন নন্দীগ্রামে তার সমাবেশ করার পরিকল্পনা করেছে বিজেপি। আর সেটা হবে একেবারে নন্দীগ্রামের ভিতরে কোনও মাঠে। পাশাপাশি নন্দীগ্রামের জন্য প্রচারে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখনও পর্যন্ত যা ঠিক আছে , তাতে যোগীর সমাবেশ হবে তেখালির মাঠে। মোদী শাহের সাথে যোগীর সমাবেশ নিয়েও বেশি উৎসাহ সেটা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584