করোনা লেখা পাশবালিশ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির

0
57

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রাজ্যে লকডাউন পরিস্থিতিকে মানিয়ে নিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘করোনাকে পাশ বালিশ’ বানিয়ে চলতে হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এই উক্তিকে ব্যঙ্গ করে রাস্তায় নামল জেলা বিজেপি। করোনাকে “পাশবালিশ” বানিয়ে তা জড়িয়ে ধরেই রাস্তায় শুয়ে পড়লেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

bjp leader taunt to west bengal chief minister | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা সভাপতি জানান, ‘মুখ্যমন্ত্রীর আজব পরামর্শের বিরুদ্ধে এটা আমাদের অভিনব প্রতিবাদ।’ বৃহস্পতিবার দলের জেলা কার্যালয়ের বাইরে রাস্তার উপর করোনা স্টিকার লাগানো পাশবালিশ জড়িয়ে শুয়েই প্রতিবাদ জানালেন বিজেপির জেলা সভাপতি৷ মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে বিজেপির এই ধরনের প্রতিবাদে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে। অনেকের কাছেই তা চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ আমপানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে আন্দোলনে বামফ্রন্ট

এর আগে রেশন ব্যবস্থা নিয়ে বা সামাজিক দূরত্বের বিষয় নিয়ে রাস্তায় বহুরূপী নামালেও পাশ বালিশ নিয়ে দলের জেলা সভাপতির শুয়ে পড়া ব্যতিক্রমি ঘটনা। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here