নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলায় তিন মাসের বিদ্যুতের বিল মকুব করা না হলে জেলাজুড়ে বনধ ডাকার হুমকি দিল বিজেপি। শুক্রবার রায়গঞ্জে বিদ্যুত দফতরের মুখ্য কার্যালয়ের সামনে তিন মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয় উত্তর দিনাজপুর বিজেপি।
জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে এদিন পথ অবরোধ করে বিজেপি। জেলার ইসলামপুর, চোপড়া, গোয়ালপখর সহ সব জায়গাতেই এই বিক্ষোভ হয়েছে। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানান, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন সাধারণ বাসিন্দারা।
আরও পড়ুনঃ ‘তালিবানি কায়দায় লাশ গায়েব করছে রাজ্য সরকার’-বিস্ফোরক মন্তব্য সাংসদের
চরম আর্থিক অনটনের মাঝে বিদ্যুত বিল দেওয়া সম্ভব নয় নাগরিকদের। তাই তিন মাসের বিদ্যুত বিল মকুবের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিজেপি। দাবি মানা না হলে আগামী কয়েকদিনের মধ্যেই জেলাজুড়ে বনধের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তাদের দাবি, লকডাউনে তিন মাসের বিদ্যুত বিল মকুব করতে হবে, প্রতিমাসে মিটার চার্জ ও ডিউটি চার্জ নেওয়া চলবে না এবং লেট ফির হার কমাতে হবে।
সংশ্লিষ্ট বিষয়গুলো সহ মোট ছয় দফা দাবিতে ইসলামপুর বিদ্যুত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি দিল বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য, বিজেপির এই দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে করোনার সময় সামাজিক দূরত্ব না মানার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584