মুর্শিদাবাদে বিজেপি নেতার গাড়িতে হামলা, কাঁচ ভাঙলেও অক্ষত যাত্রীরা

0
117

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

বেলডাঙা বিধানসভার বেলডাঙা টাউন উত্তর-দক্ষিণ এবং ভগীরথপুর এলাকার বিজেপি সদস্যদের নিয়ে পার্টির পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে জেলা অবজারভার সুদীপ্ত চ্যাটার্জী, জেলার ভাইস প্রেসিডেন্ট তড়িৎ কান্তি সরকার, কনভেনার সুরজিৎ সর্দার, বিজেপি জেলা সভাপতি গৌরী শঙ্কর ঘোষ শিবিরে উপস্থিত হয়ে জেলার বিজেপি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পর রওনা দেন।

boolero | newsfront.co
নিজস্ব চিত্র

ফেরার পথে সেই গাড়ির ওপর বেশ কিছু দুষ্কৃতী আক্রমণ করে বলে অভিযোগ করা হয় বিজেপি দলীয় নেতৃত্বের তরফ থেকে ৷ বেশকিছু দুষ্কৃতীদের বোমা ছোড়ার ফলে গাড়ির কাঁচ ভেঙে যায়। বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ ওই একই গাড়িতে ছিলেন উনি জানালেন ড্রাইভারের তৎপরতায় সেখান থেকে পালিয়ে গেলেও এবং হতাহত কেউ না হলেও এই রকম একটি হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি ।

আরও পড়ুনঃ জয়নগরে অস্ত্র-সহ ধৃত ২

প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন অবিলম্বে দুষ্কৃতীদের সন্ধান করে তাদের উপযুক্ত শাস্তি যেন দেওয়া হয় এবং ঘটনার তীব্র নিন্দা করে সরাসরি তৃণমূল সরকারকে তিনি কটাক্ষ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here