স্পা সেন্টারের আড়ালে মধুচক্র! টেলি সিরিয়াল অভিনেতা-সহ গ্রেফতার ১৬

0
234

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এক সময় সংক্রমণের ভয়ে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত রকম অবৈধভাবে দেহ ব্যবসা। কিন্তু এবার ফের নিউ নরমাল পরিস্থিতিতে খাস কলকাতায় ঝাঁ চকচকে স্পা সেন্টারের আড়ালে খোঁজ মিলল মধুচক্রের। দুটি স্পা সেন্টারে হানা দিয়ে বাংলা সিরিয়ালের এক অভিনেতা-সহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। যার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন তরুণীও।

actor arrested | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

এসটিএফ জানিয়েছে, লকডাউনের আগেও এই দুটি স্পা সেন্টারে দেহ ব্যবসা বা মধুচক্রের খোঁজ পাওয়া গিয়েছিল। কিন্তু করোনা লকডাউনের কারণে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। ফের এখানে মধুচক্র শুরু হয়েছে, এমন খবর পান গোয়েন্দারা।

আরও পড়ুনঃ ধর্ষণে অভিযুক্ত কংগ্রেসের প্রার্থী! প্রশ্ন তুলতেই মহিলা সদস্যকে নিগ্রহ

tele serial actor | newsfront.co
নিজস্ব চিত্র

বেশ কয়েকদিন ধরেই টালিগঞ্জ এবং তারা তলার ওই স্পা পার্লারের উপর নজর রাখছিলেন এসটিএফ অফিসাররা। তখনই জানা যায়, এক টেলি সিরিয়াল অভিনেতাও সেখানে সার্ভিস নিতে আসেন। শনিবার গভীর রাতে সেখানে হানা দিয়েই ১৬ জনকে গ্রেফতার করা হয়।

new actor arrested | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় বালি বোঝাই ট্রাক আটক,ধৃত ১

জানা গিয়েছে, শনিবার রাতে টালিগঞ্জ ও তালতলা থানা এলাকায় রাসবিহারী অ্যাভিনিউ ও রফি আহমেদ কিদওয়াই রোডের ওই স্পা দুটিতে যৌথ ভাবে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ। প্রথমে রাসবিহারীতে হানা দিয়ে স্পা সেন্টারটির মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খদ্দের-সহ মোট ১১ জনকে এখান থেকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে ৭ জন ক্রেতা হিসেবে গিয়েছিলেন। এদের মধ্যেই ছিলেন ওই অভিনেতা। রাসবিহারীর ওই স্পা সেন্টার থেকে ৮ জন তরুণীকেও উদ্ধার করেছে পুলিস। তাঁদের সবাইকেই হোমে পাঠানো হয়েছে। এরপর এসটিএফ এবং গোয়েন্দা বিভাগ হানা দেয় রফি আহমেদ কিদওয়াই রোডের স্পা সেন্টারে।

সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের মধ্যে ২ জন ক্রেতা হিসেবে ওই স্পা সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এখান থেকেও ৭ জন তরুণীকে উদ্ধার করে তাঁদের হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here