নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বিজেপি সম্পর্কে প্রাক্তন সাংসদ দশরথ তির্কির মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হলেন কুমারগ্রামের বিজেপি নেতারা।
শুক্রবার কুমারগ্রামে বিজেপি’র কুমারগ্রাম ২ নম্বর সাংগঠনিক মণ্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মলেন করে প্রাক্তন সাংসদের মন্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপি’র সংখ্যালঘু মোর্চার আলিপুরদুয়ার জেলা সংযোজক শাহজাহান আলি।
দলের কুমারগ্রাম ২ নম্বর সাংগঠনিক মণ্ডল সভাপতি নিশান লামাকে পাশে বসিয়ে শাহজাহান আলি বলেন, ‘প্রাক্তন সাংসদ আমাদের দল সম্পর্কে অসংসদীয় মন্তব্য করেছেন।
আরও পড়ুনঃ দুর্বল অর্থনীতি! বাধ্য হয়ে আজ থেকে পার্কিং ফি নিচ্ছে কলকাতা পুরনিগম
তৃণমূল কংগ্রেস নেতাদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। বিজেপি কর্মীদের উত্যক্ত করার জন্যই এটা করা হচ্ছে। কিন্তু আমরা তৃণমূলের প্ররোচনায় পা দিচ্ছি না।’ এছাড়াও এদিন তৃণমৃল কংগ্রেসের কড়া সমালোচনা করেন বিজেপি নেতা শাহজাহান আলি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সাংবাদিক বৈঠক করে বিজেপি সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগ করেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কো-অর্ডিনেটর তথা নেতা তথা প্রাক্তন সাংসদ দশরথ তির্কি। এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584