নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ঝিকুরখালি এলাকায় মা ও মেয়েকে জীবন্ত পোড়ানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে।
ইতিমধ্যেই এর প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, সেরকমই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সুপারের অফিসের সামনে পুলিশি নির্দেশ অনুসারে ব্যারিকেড দেওয়া হয়। কিন্তু কয়েক হাজার বিজেপি কর্মীদের মিছিলের চাপের অবশেষে পুলিশকে বাধ্য হতে হয় ব্যারিকেড সরিয়ে নিতে।
বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি না থাকায় দায়িত্বপ্রাপ্ত অন্য অফিসারের সঙ্গে দেখা করেন বিজেপি মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসু।
আরও পড়ুনঃ দিল্লির হত্যা-হিংসার প্রতিবাদে বেলদাতে ধিক্কার মিছিল এসইউসি আই-এর
এদিন বক্তব্য রাখতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মহিলা কিভাবে এইরকম ঘটনা ঘটলো অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।
শুধু তাই নয় আগামী দিনে দোষীদের শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584