প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানালো বিজেপির নেতা-মন্ত্রীরা

0
139

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

প্রয়াত হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে শেষ শ্রদ্ধা জানালো বিজেপির নেতা-মন্ত্রী-কর্মীরা।

মঙ্গলবার জেলা বিজেপি কার্যালয়ে অন্তিম শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে। জেলা নেতাদের পাশাপাশি শ্রদ্ধা জানান রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সহ রাজ্য বিজেপির একাধিক নেতানেত্রী।

death of bjp leader | newsfront.co
নিজস্ব চিত্র

ময়নাতদন্তের পর এদিন দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বিধায়কের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর বিজেপির কর্মীরা শবদেহবাহী গাড়িতে প্রয়াত বিধায়কের দেহ নিয়ে আসেন জেলা বিজেপি কার্যালয়ে। সেখানেই প্রবীণ নেতাকে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

bjp leaders | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুর তদন্তভার সিআইডিকে দিল রাজ্য প্রশাসন

এরপর শবদেহ নিয়ে মিছিল করে বিধায়কের বাড়ির উদ্দেশ্য রওনা দেন বিজেপির নেতা কর্মীরা। মিছিলে পা মেলান দেবশ্রী চৌধুরী, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ বিজেপির হেভিওয়েট নেতা-নেত্রীরা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here