পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
এক ঝাঁক হেভিওয়েট নেতাকে প্রচারে নামিয়েও শেষ রক্ষা হলো না বিজেপির। তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত মোদী-অমিতের দল৷
প্রিয়রঞ্জন দাসমুন্সীর শহর কালিয়াগঞ্জ প্রথমবার পেল তৃণমূল বিধায়ক। জয়ের খবর পৌঁছতেই উচ্ছ্বাসে মাতোয়ারা তৃণমূল কংগ্রেস শিবির। রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি সহ জেলা তৃণমূল নেতৃত্ব সবুজ আবির মেখে মেতে উঠলেন বিজয় উৎসবে।
গণনা শুরুর পর প্রথম কয়েক রাউণ্ডে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি এগিয়ে থাকলেও শেষের কয়েকটি রাউন্ডে পিছিয়ে যায় বিজেপি। অবশেষ দশম রাউন্ডের গণনা শেষে ২৪০৩ ভোটে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস৷ লড়াইয়ে অনেক পেছনে বাম-কংগ্রেস জোট।
আরও পড়ুনঃ খড়্গপুরে জয়ী তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার
বিজেপির পরাজয়ের পেছনে বিরোধীদের এনআরসি বিরোধী প্রচার বড় কারণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও লোকসভা ভোটের পর বেশ কয়েকমাস কেটে গেলেও প্রতিশ্রুতি মতন রাধিকাপুর-কলকাতা দিনের ট্রেন চালু না হওয়ায় মানুষের ক্ষোভ ইভিএমে প্রকাশ পেয়েছে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে প্রশান্ত কিশোরের আইপ্যাক বাহিনী নির্বাচনের শুরু থেকে কালিয়াগঞ্জের মাটি কামড়ে পড়ে থাকার জেরে তৃণমূলের অন্দরের ফাটল অনেকটাই মেরামত হয়েছে বলে মনে করেছে রাজনৈতিক অভিজ্ঞ মহল। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসাথে তৃণমূলের সব নেতারা প্রচারে ঝাঁপানোর কারনেই তৃণমূল বিজেপিকে পেছনে ফেলে দিতে সক্ষম হয়েছে বলেও মত প্রকাশ করেছেন রাজনীতি বিশেষজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584