ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর শক্তিক্ষয়ের জেরে ওড়িশা উপকূলে প্রবল বৃষ্টি, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

0
90

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ‘গুলাব’। রবিবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করেছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। এরপর আজ সোমবার সকালে শক্তিক্ষয় হয় ‘গুলাব’-এর। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে।

Cyclone Gulab

আগামী ১২ ঘন্টার মধ্যে সাধারণ নিম্নচাপে পরিণত হবে, যার জেরে সোমবার উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে চলবে বৃষ্টি। ওড়িশা উপকূলে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই নিম্নচাপের জেরে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই মুহূর্তে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় গুলাব। রবিবার মধ্যরাতেই ‘গুলাব’ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিমদিকে এগিয়ে যাচ্ছে। আগামী ছ’ঘণ্টায় এটি আরও দুর্বল নিম্নচাপে পরিণত হবে। এদিকে, সোমবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে নিম্নচাপ হয়ে সেটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে।

আরও পড়ুনঃ তিন লাখের নীচে নামল অ্যাকটিভ কেস, একদিনে টিকাকরণ ৩৮ লক্ষের বেশি

মঙ্গলবার পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে এগোবে ওই নিম্নচাপ। যার কারণে সোমবার বিকেল থেকেই বৃষ্টিপাত শুরু হবে বাংলায়। মঙ্গল এবং বুধবার বৃষ্টি বাড়বে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। মূলত দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছৈ কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে।

আরও পড়ুনঃ উপাচার্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের, হুঁশিয়ারি গণ আন্দোলনের

সোমবার সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। তাপমাত্রাও রয়েছে স্বাভাবিক রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here