রাম পুজোকে কেন্দ্র করে খড়্গপুরে উত্তেজনা,জখম এসডিপিও

0
51

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার অযোধ্যায় রাম মন্দির তৈরির ভূমি পুজো যখন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ডিভিসি জগন্নাথ মন্দির এলাকায় রাম পুজোর আয়োজন করে বিজেপি।

police officers clash | newsfront.co
নিজস্ব চিত্র

তবে এলাকায় পুলিশের পক্ষ থেকে লকডাউন থাকায় ওই পুজো বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু বিজেপির রাজ্য কমিটির সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের ঘনিষ্ঠ অভিষেক আগরওয়াল গায়ের জোরে লকডাউন অমান্য করে পুজো করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা ইঁটপাটকেল ছোড়ে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ লকডাউন উপেক্ষা করে মূর্তি বসানোয় জনতা পুলিশ খণ্ডযুদ্ধ

যার ফলে খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল কান্তি দাস গুরুতর আহত হয়। এছাড়াও আরও কয়েকজন কর্মী আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে ওই ঘটনার পর পুলিশ বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করেছে বলে বিজেপি অভিযোগ করেছে।পুলিশ বিজেপি নেতা অভিষেক আগরওয়াল সহ ছয় জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। আহত খড়গপুর মহকুমার পুলিশ আধিকারিক সুকোমল কান্তি দাসকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here