নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যজুড়ে বিগত ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্যের পর থেকেই সারা বাংলা জুড়ে গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। যতদিন যাচ্ছে তা আরও ত্বরান্বিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলাও এর ব্যতিক্রম নয়। বিজেপির একসময়ের শক্তঘাঁটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতেও ভাঙনের ধারা অব্যাহত। এই ধারার সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবারও ভাঙন ধরলো গেরুয়া শিবিরে।
এদিন কেশিয়াড়ী ব্লকের ঘৃতখাম ১ নং অঞ্চলের বারিদা বুথে প্রায় ৫০ টি পরিবারের কমপক্ষে ২৫০ জন বিজেপি সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এনারা মূলত প্রান্তিক আদিবাসী পরিবারের।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব কল্পনা শীট, ব্লক সভাপতি অশোক রাউৎ, কেশিয়াড়ী ব্লকের সহ-সভাপতি পবিত্র শীট, অঞ্চল সভাপতি সমীর আদক প্রমুখ।
আরও পড়ুনঃ আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় পদক্ষেপের পথে ত্রিপুরার পুলিশ, হাজিরার নির্দেশে চিঠি
এদিনের যোগদান কর্মসূচীতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, নিজেদের ভুল বুঝতে পেরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই বিজেপি সমর্থকরা তৃণমূলে যোগ দিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584