তপনের একই পরিবারের পাঁচ সদস্যের খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির

0
76

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

তপনের একই পরিবারের পাঁচ জনের খুনের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে তপন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির মহিলা মোর্চা। গত রবিবার সকালে তপনের চন্ডিপুর এলাকার জামালপুর গ্রামে অনু বর্মন নামে এক ব্যক্তির পরিবারের সবাইকে মৃত অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।

protesting | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায় পেশায় কৃষক অনু বর্মন ক্যানসারের মত দুরারোগ্য অসুখে আক্রান্ত ছিলেন। তারফলে সে বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। সেই মানসিক অবসাদে অনু বর্মন নিজেই তার দুই মেয়ে, স্ত্রী ও মাকে খুন করে আত্মঘাতী হয়েছে বলে পুলিশ জানায়।

members protest | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত হয়ে গেল লালগোলার কয়েকটি বাড়ি

কিন্তু ঘটনার পর অনু বর্মনের বোন ও অন্যান্য আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে অভিযোগ জানায়, অনু বর্মন ও তার পরিবারকে সম্পত্তির লোভে খুন করেছে দুষ্কৃতীরা। এমনকি তাদের অভিযোগ, মৃত অনু বর্মন মারা যাওয়ার আগে তার হাতে পেন দিয়ে তিন জনের নাম লিখে রেখে গেলেও পুলিশ সে ব্যাপারে কোন তদন্ত করছে না।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ একাধিক দাবিতে বালুরঘাট কৃষি ভবনে ডেপুটেশন দিল বিজেপির কৃষাণ মোর্চা

আর এরপরেই জেলা জুড়ে এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনার সাথে জড়িত কাউওকে গ্রেফতার করে উঠতে পারেনি। তবে মৃত অনু বর্মনের বাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে একটি দা পুলিশ উদ্ধার করেছে।

পাঁচ দিন হয়ে গেলেও দোষীদের গ্রেফতার পুলিশ করতে না পারায় আজ বিজেপি র মহিলা মোর্চার তরফে তপন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেফতার ও তাদের কঠোর শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন জমা দেয় বলে তারা জানিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here