দিলীপের উপরে হামলার প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে বিক্ষোভ বিজেপির

0
29

মনিরুল হক, কোচবিহারঃ

কোনও রাজনৈতিক সমাবেশ নয়, মর্নিং ওয়াকে বেরিয়ে হামলার মুখে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পাশাপাশি তার গাড়ি ভাঙচুরও হয় বলে অভিযোগ। বুধবার সকালে এই ঘটনা ঘটে ভাঙড়ের কোচপুকুর বাজার এলাকায়। দিলীপের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূলের গুন্ডাবাহিনী ভয় দেখাতেই তার উপর হামলা চালায়। দিলীপ ঘোষের উপরে আক্রমণের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

bjp workers | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির তরফে অভিযোগ, দিলীপ ঘোষের জনসংযোগ কর্মসূচি ভেস্তে দিতেই তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে কোচবিহারের মরাপোড়া চৌপথিতে অবরোধ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দলের জেলা সভাপতি মালতি রাভা সহ অন্যান্য কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পাশাপাশি তুফানগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সেখানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন সহ দলীয় নেতৃত্ব।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বাস – যন্ত্রণা বহাল বুধবারেও

অন্যদিকে দিনহাটা পাঁচমাথার মোড়ে পথ অবরোধ করে বিজেপি। বিপর্যয় মোকাবিলা আইন অমান্য করায় ১৮ জনকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ।

এছাড়াও দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে ঘুঘুমারি এলাকায় প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

এদিন বিজেপি জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, দিলীপ ঘোষকে টার্গেট করে বিজেপিকে আক্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল, বিজেপি সহ্য করে যাচ্ছে কিন্তু কর্মীরা হাত বন্ধ করে বসে নেই। এই পরিস্থিতি লাগাতার চলতে থাকলে পাল্টা উত্তর দিতে পিছু-পা হবে না বিজেপি কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here