অবস্থান বিক্ষোভে বিজেপি

0
33

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

রাজ্যজুড়ে তৃণমূলের দুর্নীতি ও সাম্প্রতিক ভগবানপুরে বিজেপি কর্মীরা ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশের সামনে আক্রান্ত হওয়ার ঘটনায় শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অ্যাডিশনাল এসপির কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল বিজেপি নেতা কর্মীদের। এখানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। ইতিমধ্যে সায়ন্তন বসু জেলায় ঢোকার মুখে কোলাঘাটে তাকে আটকে দেয় পুলিশের কর্তারা।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বাদানুবাদ হওয়ার পর সায়ন্তন বাবু অবশেষে হাওড়ার উদ্দেশে রওনা হন। এদিকে বিজেপি কর্মীরা এদিন দুপুরে অ্যাডিশনাল এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য জমায়েত করলে সেখানে বাধা দেয় পুলিশ।

bjp members protest | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় বিজেপি নেতাকর্মীদের। পুলিশ চারজন বিজেপি কর্মীকে আটক করলে আরও উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ইতিমধ্যে রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকারের নেতৃত্বে এই গ্রেফতারের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করা হয়। বর্তমানে মিছিল কাঁথির অ্যাডিশনাল এসপি দফতরের সামনে পৌঁছানোর পর রাস্তার ওপর বসে পড়ে।

আরও পড়ুনঃ ফালাকাটায় প্রতিবাদে বামেরা

বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মীরা, এইদিন বিজেপির রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এখনও যেসব বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি রয়েছেন, পুলিশ যদি নিরপেক্ষ ভাবে আইনি ব্যবস্থা না নেই, তা হলে অবস্থান-বিক্ষোভ চলবে।”

অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,”আমরা স্বাস্থ্যবিধি মেনে অবস্থান-বিক্ষোভ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করে,যদি না ওইসব কর্মীদের ছাড়া হয়, তাহলে সন্ধ্যার পরে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here