নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট একে গোপালন কলোনি এলাকায় অবস্থিত আত্রেয়ী খাঁড়িতে বাঁধ দেওয়ার দাবি সহ তিন দফার দাবিতে মঙ্গলবার দুপুরে বালুরঘাট পুরসভা প্রশাসনকে ডেপুটেশন প্রদান ও বিক্ষোভ কর্মসূচি করলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর বিজেপির সদস্যবৃন্দরা। এদিন ডেপুটেশন কর্মসূচির আগে বালুরঘাটে একটি মিছিল বের করা হয়। বিজেপির পক্ষ থেকে মিছিল ও ডেপুটেশনে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ। এছাড়াও হাজির ছিলেন জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ পাগড়ি খোলা নিয়ে রাজ্য প্রশাসনকে শো-কজ জাতীয় সংখ্যালঘু কমিশনের
বিজেপি শহর লোকাল কমিটির সভাপতি সুমন বর্মণ জানান,গত কিছুদিন আগে ভারী বৃষ্টির ফলে শহরের একে গোপালন কলোনী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে, উক্ত গোপালন কলোনিতে যেমন একটি বাঁধের প্রয়োজন, তেমনি শহরের বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থার উন্নতির দাবি নিয়ে পুর প্রশাসক মহকুমাশাসককে জানিয়েও কোন ফল না হওয়ায়, আজ এই ডেপুটেশনও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি শহর লোকাল কমিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584