ধুন্ধুমার দাঁতন, হামলা পুলিশ কর্মীদের উপর

0
122

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দাঁতন থানার চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমী গ্রামে বিজেপি কর্মী পবন জানার মৃতদেহ নিয়ে শনিবার উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির নেতা – কর্মীরা। দিলীপ ঘোষ সরাসরি পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ।

attack to police | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উস্কানিতে শনিবার বিজেপি কর্মীরা পুলিশের একটি প্রিজন ভ্যানে হামলা চালায় বলেও অভিযোগ। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে প্রচুর ইঁট ছোড়া হয়। যার ফলে একজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের প্রিজন ভ্যানটি সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গিয়েছে। ওই ঘটনার ছবি তুলতে গেলে বিজেপি কর্মীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। যার ফলে এক সাংবাদিক আহত হয়েছে।

আরও পড়ুনঃ পুলিশ অফিসারদের দেখে নেওয়ার হুমকি দিলীপ ঘোষের

attack | newsfront.co
নিজস্ব চিত্র

ওই ঘটনার পর পুলিশ বাধ্য হয় এলাকা থেকে ফিরে আসতে। পুলিশের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমর্থক রবীন্দ্রনাথ শাসমলের বাড়িতেও বিজেপি কর্মীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কুলগাম এনকাউন্টার: ১ জঙ্গি নিকেশ, অপারেশন চলছে

ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বলে এলাকার বিধায়ক বিক্রম প্রধান অভিযোগ করেন। তিনি বলেন গ্রাম্য বিবাদকে নিয়ে কুশমী গ্রামে পবন জানা নামে একজনের মৃত্যু হয়েছে।

সেই ঘটনাকে রাজনৈতিক বলে দিলীপ ঘোষ উস্কানি দিচ্ছে, যার ফলে শনিবার পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ কর্মীদের উপর যেমন হামলার ঘটনা ঘটেছে তেমনি তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতেও বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে তিনি দলীয় কর্মীদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here