নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল কর্মীদের উপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় দুই তৃণমূল কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ঈদা এলাকায়।
তৃণমূলের অভিযোগ শুক্রবার রাত্রি আটটা নাগাদ তৃণমূল কর্মী সমর্থকরা একটি চায়ের দোকানে বসে গল্প করছিল। সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী তাদের উপর হামলা চালায়।
তাদের মারধর করা হয়, এমনকি মাটিতে ফেলে কিল-চড়-লাথি মারা হয়। এই ঘটনায় অচৈতন্য হয়ে পড়েন দুই তৃণমূল কর্মী।
আরও পড়ুনঃ ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে, পালিয়ে যায় বিজেপি গুণ্ডাবাহিনী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ বাহিনী।
আহত দুই তৃণমূল কর্মীকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনায় চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584