নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক ঠোকাঠুকি ক্রমশ বেড়েই চলেছে গোটা রাজ্য জুড়ে। গত কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার কেরুড় গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ ৷
অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ৷ কয়েক মাস কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল সবং -র কেরুড় গ্রাম।তৃণমূল নেতা সন্দীপ খাটুয়া জানান, কেরুড় বাজারের উপরে তৃণমূলের পার্টি অফিসে কয়েকজন কর্মী সমর্থক প্রতিদিনের মতোই বসে ছিলেন, হঠাৎ করে বিজেপির কর্মী মুক্তিপদ খাড়া, বিজয় সিট ছাড়াও আরও চারজন হঠাৎ এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে বোম চার্জ করে, বোমের আওয়াজ শুনে পার্টি অফিসে বসে থাকা তৃণমূলের কর্মীরা পিছন দিক দিয়ে ছুটে পালিয়ে যায় ৷
তারপর বিজেপির কর্মীরা পার্টি অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের ৷যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির মধ্য মন্ডলের সভাপতি উত্তম সামন্ত ৷ তিনি বলেন, মুক্তিপদ ধারার উইকেন্ড বাজারের উপরে একটি কাপড়ের দোকান রয়েছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তৃণমূলের কয়েকজন হার্মাদ বাহিনি ওনার পেছনে তাড়া করেন ৷
আরও পড়ুনঃ বিনপুরে হাতির হামলায় প্রৌঢ়ের মৃত্যু
উনি ভয়ে লুকিয়ে পড়েন বিজয় সিটের বাড়িতে ৷ বাড়ি থেকে বের করে তৃণমূলের হার্মাদ বাহিনি ভোজালির কোপ মারে হাতে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।ঘটনাস্থলে সবং থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে ৷ এখনও পর্যন্ত দুই পক্ষের তরফ থেকে সবং থানায় অভিযোগ জানানো হয়নি। অন্যদিকে গোটা ঘটনায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584