সরস্বতী বনবস্তির কৃষিজমিতে হাতির হামলা

0
58

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

গরুমারার জঙ্গল থেকে বেড়িয়ে স্বরস্বতী বনবস্তির জমিতে হানাদিল গরুমারার এক দাঁতাল ও এক মাকনা হাতি। হাতির হামলায় দিশেহারা গরুমারা জঙ্গল লাগোয়া স্বরস্বতী বনবস্তির বাসিন্দারা।চলতি বছরে আমন ধান পাকার সময় হাতির হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল এলাকার বহু কৃষককে।

elephant attack on land | newsfront.co
ক্ষতিগ্রস্ত জমি ৷ নিজস্ব চিত্র

পাশাপাশি গত বছরের শেষ দিন স্থানীয় বাসিন্দা জোসেফ ওরাও এর ঘর ভেঙে গোলা থেকে ধানের বস্তা তুলে নিয়ে যায় দুই দাঁতাল হাতি। হাতির হামলা থেকে বাঁচতে পালা করে রাত জেগেও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বনবস্তি বাসীদের। তবে গত কয়েকদিন হল ফের লাগাতার হাতির হামলা শুরু হয়েছে । গরুমারা জঙ্গল থেকে বেড়িয়ে গ্রামে প্রবেশ করছে একটি দাঁতাল ও একটি মাকনা হাতি।

আরও পড়ুনঃ মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ নবদ্বীপবাসী, হুঁশ নেই প্রশাসনের

স্থানীয় বাসিন্দা রাতি ওঁরাওয়ের জমিতে থাকা আলু ও বেগুন ক্ষেতে হাতি হানা দিয়েছে। রাতি ওঁরাও জানান ধানের মরশুমে জমির সামান্য ধানও তিনি ঘরে তুলতে পারেননি। ভেবেছিলেন আলু লাগিয়ে কিছুটা ক্ষতিপূরণ করবেন। কিন্তু সেটাও সম্ভব হলনা । স্থানীয় বাসিন্দারা অভিযোগ প্রায় প্রতিরাতেই গ্রামে হাতি প্রবেশ করছে। হাতির বিষয়ে বনদপ্তর কে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

বনদপ্তরের রামসাই মোবাইল স্কোয়াড সূত্রে খবর প্রতি রাতে নজরদারি চালাচ্ছেন তারা। তবে এক গ্রাম থেকে অন্য গ্রামে হাতি তাড়াতে গেলেই সেই সুযোগে অন্য গ্রামে হাতির হামলা ঘটছে।তবে ক্ষতিগ্রস্তরা সঠিকভাবে আবেদন করলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here