মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ নবদ্বীপবাসী, হুঁশ নেই প্রশাসনের

0
66

শ্যামল রায়, নবদ্বীপঃ

clay | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানার মায়াপুর বামুনপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিদয়া গ্রাম সংলগ্ন ভাগীরথী গঙ্গার পাড় থেকে মাটি কেটে পাচার হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ হুঁশ নেই প্রশাসনের। অনেকে এও বলছেন স্থানীয় শাসক দলের কয়েকজন নেতার সাথে যোগসাজশে এই ধরনের মাটি কেটে পাচার চলছে বিভিন্ন জায়গায়। যদিও শাসক দলের কয়েকজন জানাচ্ছেন তারা বিষয়টি পুলিশ ও প্রশাসনের কাছে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি আজ পর্যন্ত।

clay bank | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার নবদ্বীপ থানার উত্তর প্রান্তে গিয়ে দেখা গেল যে নিদয়া গ্রাম সংলগ্ন ভাগীরথী ও গঙ্গার মাটি কেটে প্রাচীন মায়াপুর, মায়াপুর ঘাট হয়ে নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে মাটি। মাটি মাফিয়াদের গঙ্গার পাড় কেটে মাটি পাচারের অভিযোগে অতিষ্ঠ এলাকার মানুষ। এছাড়াও প্রাচীন মায়াপুর চৈতন্যদেবের জন্মস্থান সংলগ্ন এলাকা দিয়ে এই মাটির ট্রাক্টর চলে যাওয়ায় রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসীর ক্ষোভ উগরে পড়ছে।
প্রাচীন মায়াপুরে চৈতন্যদেবের জন্মস্থান রয়েছে, এই ভাবে গঙ্গার পাড় থেকে মাটি কেটে মাটি পাচার করলে অবিলম্বে গঙ্গার জল বেশি হলে গঙ্গার পাড় আরো ভেঙে যাবে এবং এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ওই সকল স্থানের বসবাসকারী মানুষজন।

আরও পড়ুনঃ খড়্গপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের ডিভাইডারে ধাক্কা,আগুন চাঞ্চল্য

মাটি মাফিয়াদের চক্রান্ত থেমে নেই কালনা থেকে কাটোয়া। এর আগে কালনা এলাকাতে ব্যাপক পুলিশি অভিযান হয়েছে। তবুও মাটিকাটা কিন্তু এখনো বন্ধ হয়নি। অন্যদিকে পূর্বস্থলীর ২ নম্বর ব্লকের অধীনে পাটুলি তামাঘাটা অঞ্চলে ব্যাপক ভাবে মাটি মাফিয়াদের রমরমা কারবার অব্যাহত। অথচ নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুরের উত্তর অংশে বেশকিছু এলাকাজুড়ে গঙ্গার ভাঙন কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে।

আরও পড়ুনঃ নবগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু অটো ড্রাইভারের

কৃষিযোগ্য জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাই প্রশাসনের এবং সেচ দফতরের আধিকারিকদের কড়া নজরদারিতে মাটি কাটা বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন এলাকার মানুষজন। দিনের আলোয় প্রকাশ্যে গঙ্গার পাড় থেকে মাটি কেটে নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ট্রাকের পর ট্রাক ভর্তি মাটি। অথচ এলাকার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ কর্তারাও বিষয়টি জানেন কিন্তু এখনো পর্যন্ত মাটি কাটা বন্ধ হয়নি বলে অভিযোগ।

এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন আদৌ কি মাটি মাফিয়াদের কারবার বন্ধ হবে? এই প্রশ্ন ঘোরাফেরা করছে এলাকার মানুষের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here