নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মহিলা প্রধানকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে।

জব কার্ডের কাজ নিয়ে এনএসএ-র সঙ্গে কাজ করছিলেন প্রধান ঝুমা দলুই। অতর্কিতে আক্রমণ চালায় বিজেপির দুষ্কৃতীরা। শুধু তাই নয়, জব কার্ডের বেশ কিছু বই-সহ প্রয়োজনীয় নথিপত্র ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। মারধর করা হয় প্রধানকে।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি শাসনের দাবি শঙ্কুদেবের
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রধানের স্বামী জিতেন দলুই। তাকেও প্রচন্ডভাবে মারধর করা হয়। এই ঘটনায় প্রধান-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রধানের স্বামী জিতেন দলুই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।
ঘটনার পর ঘাটাল থানায় সাত বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তিন জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ। সুলতানপুর গ্রামে চলছে পুলিশ নজরদারি। যদিও এই ঘটনার পর গোটা এলাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584